ad
ad

Breaking News

Los Angeles

প্রকৃতির রোষে জ্বলছে লস অ্যাঞ্জেলস, মৃত ৫

দাবানলের লেলিহান শিখায় জ্বলছে মার্কিনের লস অ্যাঞ্জেলস। ইতিমধ্যেই প্রকৃতির রোষানলে পুড়ে ধ্বংস স্তুপে পরিণত হয়েছে হাজার অধিক বাড়ি।

Los Angeles is burning under the wrath of nature, 5 dead

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: দাবানলের লেলিহান শিখায় জ্বলছে মার্কিনের লস অ্যাঞ্জেলস। ইতিমধ্যেই প্রকৃতির রোষানলে পুড়ে ধ্বংস স্তুপে পরিণত হয়েছে হাজার অধিক বাড়ি। ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে ছড়িয়ে পড়ছে সেই আগুন। এই রোষানলে এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫ জন, আর ঘরছাড়া হয়েছেন লক্ষাধিক মানুষ। সারাক্ষন বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে।

[আরও পড়ুন: লক্ষ্মীবারে লক্ষ্মী কার ভাগ্যে? জানুন আজকের রাশিফল]

লস অ্যাঞ্জেলসের পাহাড়ি অঞ্চল থেকে দাবানলের আগুন ছড়িয়ে পড়ছে শহুরাঞ্চলে। সান্টা মনিকা, মালিবুর-সহ ছয় জায়গায় আলাদা আলাদা ভাবে দাবানলের সৃষ্টি হয়েছে বলে আল জাজিরা সূত্রে খবর। বুধবার ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে রেষারেষি করে বাড়ছে আহতের সংখ্যা। আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে আহত হয়েছেন বহু দমকলকর্মী, জখম হয়েছেন একাধিক উদ্ধারকারীও। প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন লক্ষাধিক মানুষ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার থেকে প্রায় ৭০ হাজার বাসিন্দাকে সরানো হয়েছে। এদিকে এই ভয়াবহ ঘটনার জেরে ইটালি সফর বাতিল করে দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

[আরও পড়ুন: আবর্জনা মোটে দেখতে পারেন না, সকাল হতেই ঝাড়ু হাতে বেরিয়ে পড়েন বিষ্ণুপুরের ক্লিনম্যান]

এই ভয়াবহ বিপর্যয় নিয়ে সংবাদমাধ্যমের কাছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়ের বলেন, “বুধবার বিকালে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি পুলিশ, দমকলবাহিনী ও উদ্ধারকারী দলের সঙ্গে দেখা করেন। ক্যালিফোর্নিয়ায় বড়সড় বিপর্যয় ঘোষণা করা হয়েছে। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে প্রেসিডেন্ট বাইডেন তাঁর ইটালি সফর বাতিল করেছেন। তিনি এখন গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন, নজর রাখছেন।”