চিত্র - সংগৃহীত
Bangla Jago Desk : বিগত কয়েকদিন ধরে বিধ্বংসী দাবানলে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলস। গত কাল মৃতের সংখ্যা ছিল ৫, তা বেড়ে দাঁড়িয়েছে ১০। যা ইতিহাসের পাতায় সবচেয়ে ভয়ঙ্কর আগুন হিসাবে পরিচিত। আগুনের লেলিহান শিখা জালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে সব কিছু। দাবানল লাগার পর থেকেই সেই দেশে প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে জরুরী অবস্থা। প্রথমের দিকে লোকালয় এলাকা থেকে দূরে পাহাড়ের দিকে আগুন লাগলেও পরের দিকে সেই আগুন ছড়িয়ে পড়ে লোকালয় এলাকাতেও। যার জেরে পুড়ে ছায় হয়ে গিয়েছে একাধিক ভবন। চারিদিকে শোনা যাচ্ছে সাইরেনের শব্দ। প্রাণ ভয়ে বহু লোক ঘর ছাড়া হয়েছেন। বাঁচার জন্য হন্নে হয়ে ছুটছে অনেকে।
May God help them, there are people, animals and plants there, it is a very difficult situation…😔🙏🏻
—-
los angeles fire #LosAngelesFire #LosAngeles #ElonMusk #GentleMonsterxWin #earthquake #fire pic.twitter.com/WnebTjClq6— 𝓔𝓑𝓡-𝓲 𝓝𝓲𝓢𝓐𝓝 (@_khkmagduru_) January 9, 2025
এই ভয়াবহ দাবানলে মৃত বেড়ে দাঁড়িয়েছে ১০ জন, সেই সংখ্যা যে থেমে থাকবেনা, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা তেমনটাই আশঙ্কা করা হচ্ছে। এই কয়েকদিনেই আগুনে জ্বলে গেছে প্রায় ৫০ বিলিয়ন ডলারের সম্পদ। গতকালই জানা গেছে হলিউডের বহু অভিনেতা ও অভিনেত্রীর বাড়ি পুড়ে পুরো ছাই হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার অধিকাংশ শহরে ছড়িয়ে পড়েছে আগুন। সেখানকার দাবানলের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে সত্যি শিউরে ওঠার মতো।
[ আরও পড়ুনঃভগবান নই, আমিও মানুষ মিশন নিয়ে রাজনীতিতে আসুক তরুণরা : মোদি]
পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। লস অ্যাঞ্জেলস থেকে বহু মানুষ কে সরিয়ে আনা হয়েছে নিরাপদ স্থানে। প্রায় ১ লক্ষ ৭৯ হাজার বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। এখনও বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। দমকল কর্মী থেকে শুরু করে উদ্ধারকারী দল ও পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিত সামাল দেওয়ার। দমকল কর্মী ও উদ্ধারকারী দলের মধ্যে অনেকেই উদ্ধার করতে গিয়ে গুরুতর ভাবে জখম ও হয়েছেন। তাদের কেও নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।