Bengla Jago Desk: হামাস ও ইজরায়েল যুদ্ধে বিশ্বের সর্বত্রই দেখা যাচ্ছে বিক্ষোভ হতে। এই সমস্ত বিক্ষভকারীরা বেশির ভাগ ক্ষেত্রেই প্যালেস্টাইনের সমর্থক। এই যুদ্ধ বন্ধের দাবিতে বিভিন্ন দেশ এর সাথে ইউরোপ চরম বিক্ষোভ দেখা দিয়েছে। এবার গাজা উপত্যাকায় ইজরায়েলের নির্বিচার অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বাসিন্দারা। ৩ লাখের ও বেশি মানুষ এই প্রতবাদে অংশ নেন।
বিক্ষভকারীদের প্রতিবাদ দমনে পরিস্থিতি সামলানোর ভার নিজ হাতে তুলে নেয় লন্ডন পুলিশ। ৮২ জনকে আটক করে লন্ডন পুলিশ। বিক্ষোভকারী এবং পুলিশের সংঘর্ষে তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক । হামাসের প্রতি সহানুভূতি দেখিয়ে যারা প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভে সামিল হয়েছেন তাদের কেও তীব্র আক্রমণ করে ব্যক্তব্য দিয়েছেন সুনাক। লন্ডনের হাইড পার্ক থেকে এই বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা লন্ডন প্রদেশের কট্টর ডানপন্থীর বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা। ‘নদী থেকে সমুদ্র, প্যালেস্টাইন সর্বত্রই হবে মুক্ত’, গাজায় বোমাবর্ষণ বন্ধ কর, প্যালেস্টাইন কে মুক্ত কর এই সব বলে আন্দোলনকারীরা শ্লোগান দিতে থাকে। বিক্ষোভের জেরে লন্ডনে চরম উত্তেজনা দেখা দেয়। বিক্ষভকারীরা প্ল্যাকার্ড হাতে লন্ডনের রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় যার জেরে লন্ডনে যানজটের ও সৃষ্টি হয়।
Free Access