Bangla Jago Desk: হঠাৎ বিদ্রোহের সুর লন্ডনের কর্তব্যরত অফিসারদের। জানা গেছে প্রায় ১০০ জন পুলিশ অফিসার কাজে যেতে অস্বীকার করেছেন। ২০২২ সালে পুলিশ অফিসারের গুলিতে মৃত্যু হয় এক কৃষ্ণাঙ্গের। ওই কৃষ্ণাঙ্গ যুবকের নাম ক্রিস কাবার। কৃষ্ণাঙ্গ হত্যা করার ঘটনাটি ঘটে সাইথ লন্ডনের স্ট্রেথাম হিলে। ২৪ বছর বয়সী ক্রিস যাচ্ছিলেন গাড়ি চালিয়ে। সেই সময় এক পুলিশ অফিসার তাকে লখ্য করে গুলি চালায়।
ক্রিসের কাছে কোন আগ্নেয় অস্ত্র না থাকায় পালটা সে হামলা চালাতে পারেনি। বর্ণবিদ্বেষের জেরেই কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। সমগ্র ঘটনা সম্পর্কে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান পুলিশকে সমর্থন করেছেন। তিনি জানিয়েছেন যে ঘটনার সময় পুলিশদের তাৎক্ষনিক ব্যবস্থা নিতে হয়।
পুলিশ বিভাগের প্রধানের মতে প্রথমে সামান্য সংখ্যক অফিসার সসস্ত্র অবস্থায় কাজে যোগ দিতে অস্বীকার করেন। তারপর এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০। সহ কর্মচারীর বিরুদ্ধে মামলা হওয়ায় ক্ষুব্ধ বাকি পুলিশ অফিসাররা। এই পরিস্থিতি মকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে লন্ডনের সেনাবাহিনীকে। প্রস্তুত থাকতে বলা হয়েছে এসএএস কমান্ডোদেরও।