ad
ad

Breaking News

Las Vegas

Las Vegas: অফিসে হেনস্তা? ম্যানেজারের আচরণে ‘ব্রেন ডেথ’, মৃত্যু ২৪ বছরের তরুণী কর্মীর

অফিসে বাকবিতণ্ডার জেরে সহকর্মী ম্যানেজারের আক্রমণে প্রাণ হারালেন ২৪ বছর বয়সি এক তরুণী কর্মী, জেসিকা ম্যাকলাফলিন।

Las Vegas woman killed by manager in office brawl

চিত্র: প্রতীকী

Bangla Jago Desk: লাস ভেগাসে এক কর্পোরেট অফিসে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অফিসে বাকবিতণ্ডার জেরে সহকর্মী ম্যানেজারের আক্রমণে প্রাণ হারালেন ২৪ বছর বয়সি এক তরুণী কর্মী, জেসিকা ম্যাকলাফলিন। ঘটনার পর থেকে অভিযুক্ত ম্যানেজার পলাতক। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ২৪ জুন দুপুর প্রায় ২টো নাগাদ, অফিসে এক মহিলা ম্যানেজারের সঙ্গে কোনও বিষয় নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয় জেসিকার। সেই তর্ক এতটাই মারাত্মক রূপ নেয় যে আচমকাই জেসিকার চুলের মুঠি ধরে তাঁকে মাটিতে ফেলে দেন অভিযুক্ত ম্যানেজার। এরপর তাঁর বুকের উপর চড়ে বসেন তিনি (Las Vegas)।

আরও পড়ুনঃ Supreme Court: “ভরণপোষণের প্রয়োজন নেই”—সমান পদে কর্মরত স্ত্রীর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

এই আকস্মিক ও ভয়াবহ শারীরিক আক্রমণের ফলে শ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই জ্ঞান হারান জেসিকা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা জানান, অক্সিজেনের ঘাটতির ফলে তাঁর মস্তিষ্ক সম্পূর্ণভাবে বিকল হয়ে গেছে—অর্থাৎ ব্রেন ডেথ ঘটেছে। কয়েক দিন লাইফ সাপোর্টে রাখার পর, চিকিৎসার কোনও আশার আলো না থাকায় জেসিকার পরিবার তাঁর লাইফ সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নেয়। বুধবার হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। জেসিকার ভাই শন ম্যাকলাফলিন সমাজমাধ্যমে শোকপ্রকাশ করে লেখেন, “আমার দিদি সেদিনও প্রতিদিনের মতো অফিসে গিয়েছিল। অথচ সেখানেই বিনা প্ররোচনায় তাঁর উপর চড়াও হয় ম্যানেজার। বুকের উপর বসে দম আটকে দেয়। নিঃশ্বাস নিতে না পেরে মারা যায় আমার দিদি (Las Vegas)।”

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

ঘটনার সময় উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সহকর্মী, যারা জেসিকাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে তাঁদের কয়েক জনও হামলার সময় আহত হন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, অভিযুক্ত ম্যানেজার ঘটনার পর অফিসের সিসিটিভি ফুটেজ ডিলিট করার চেষ্টাও করেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত ম্যানেজারের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অভিযোগ আনা হবে। ইতিমধ্যেই তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে (Las Vegas)।