ad
ad

Breaking News

ইজরায়েল

গাজায় ২৪ ঘন্টায় সবচেয়ে বড় হামলা! এক রাতে নিহত ৫০০

Bengla Jago Desk: গত সাত অক্টোবর ইজরায়েলের উপর হামাসের হামলার পর থেকে শুরু হয়ে যায় যুদ্ধ। দিন যত গড়াচ্ছে ভয়াবহতা তত বাড়ছে। তিন সপ্তাহ হতে চলল। যুদ্ধ থামার কোন লক্ষণ নেই। গাজার উপর ইজরায়েলের আক্রমণে ত্রাহি ত্রাহি রব গাজা ভূখন্ডে। প্রায় তিন সপ্তাহের যুদ্ধে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইজরায়েল। শুধু আকাশপথে হামলা […]

Bengla Jago Desk: গত সাত অক্টোবর ইজরায়েলের উপর হামাসের হামলার পর থেকে শুরু হয়ে যায় যুদ্ধ। দিন যত গড়াচ্ছে ভয়াবহতা তত বাড়ছে। তিন সপ্তাহ হতে চলল। যুদ্ধ থামার কোন লক্ষণ নেই। গাজার উপর ইজরায়েলের আক্রমণে ত্রাহি ত্রাহি রব গাজা ভূখন্ডে। প্রায় তিন সপ্তাহের যুদ্ধে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইজরায়েল। শুধু আকাশপথে হামলা নয়, রাতভর ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করা হয়। কখনও কখনও সমুদ্রের দিক থেকেও ধেয়ে আসে গোলা।

প্রতিটা রাত যেন আগের রাতের থেকেও ভয়াবহ হয়ে উঠেছে। গাজ়ায় হামাসের ২৫০টি ঘাঁটি নিশানা করেছিল তারা। এই আক্রমণে ৫০০-রও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন এক রাতে। মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে। বেসরকারি সূত্রে খবর এখনো পর্যন্ত ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই যুদ্ধে। এর মধ্যে বহু মহিলা ও শিশুর সংখ্যা রয়েছে। এই যুদ্ধে তিন হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে বলে খবর।

এই যুদ্ধে একদিকে মৃতের সংখ্যা বাড়ছে অন্যদিকে শুরু হয়ে গিয়েছে হাহাকার। নেই জল নেই খাবার। গাজা ভূখণ্ডে সাধারণ মানুষ জীবন বাঁচানোর লড়াইয়ে নেমেছে। এই পরিস্থিতিতে গাজ়ার প্রায় ১২টি হাসপাতাল বিদ্যুৎ, ওষুধ, স্বাস্থ্যকর্মীর অভাবে ধুঁকছে। কাজ করা বন্ধ করে দিয়েছে এইসব হাসপাতালে চিকিৎসক্ থেকে স্বাস্থ্যকর্মীরা। কয়েকটি হাসপাতাল এখনও ধুঁকতে ধুঁকতে চলছে। রোগীদের ভিড়ে তাতে জনসমুদ্র। বিভিন্ন হাসপাতালের বাইরে তাবু খাটানো হয়েছে। সেখানে মৃতদেহের স্তূপ।

Free Access