চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১ আসনে প্রার্থী হচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া (Khaleda Zia)। ঢাকার গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। মোট ২৩৭ আসনে দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ED-CBI এর নাম করে TMC-র তিন বিধায়ককে গ্রেফতারের হুমকি! গ্রেফতার তিন
সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারাও। যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে সেখানে বড় চমক, খালেদা জিয়া, তিনি ৩ আসন থেকে প্রতিদ্বন্দিতা করবেন। তারেক রহমান প্রথমবার নির্বাচনে লড়াই করবেন। এগুলি হল দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১। দলের কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া প্রার্থী হবেন বগুড়া-৬ আসনে। প্রসঙ্গত, খালেদা জিয়া তিনি অসুস্থ। কয়েক মাস আগে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসা করাতে। রাজনৈতিক মহল মনে করছে, বিএনপি’র সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ। (Khaleda Zia)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/
উল্লেখ্য, ২০২৪ সালের অগস্ট মাসে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর সেই দেশের ক্ষমতা দখল করে মহম্মদ ইউনূসের অন্তর্বতীকালীন সরকার। তারপরই আওয়ামি লিগ ও সেই দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে মামলাও হয় অনেক। ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। জনগণও চায়, দ্রুত নির্বাচন হোক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাক দেশ। ভোট যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে কোনওরকম কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে একাধিক বিষয়ে প্রশাসনের তরফ থেকে নজর দেওয়া হচ্ছে। বাকি দলগুলি কবে প্রার্থী তালিকা প্রকাশ করে সেইদিকেই নজর থাকবে সকলের। (Khaleda Zia)