চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: এই মুহূর্তে মার্কিন মুলুকে বড় আলোচনার বিষয় নিউইয়র্ক শহরের ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানির মেয়র হওয়া। যদিও আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন ১ জানুয়ারি। কিন্তু যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও তিনি শহরবাসীর আস্থা জিততে পেরেছেন, তার প্রশংসা করেছেন মার্কিন রাজনৈতিক মহলের একাংশ। জয়ের পরই ট্রাম্পকে নিশানা করেছেন মামদানি। তিনি রিপাবলিকান নেতাকে আরও জোরে চিৎকার করতে বলেন।
মামদানি বললেন, “আপনাকে চারটি শব্দ আমি বলতে চাই ডোনাল্ড ট্রাম্প – আরও জোরে চিৎকার করুন।” পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, “পোলস্টারের মতে ট্রাম্পের প্রার্থী না হওয়া ও শাটডাউন, এই দুটি কারণের জন্যই রিপাবলিকানরা নির্বাচনে পরাজিত হয়েছেন।” প্রসঙ্গত, নিউইয়র্কের মেয়র ভোটের পাশাপাশি ভার্জিনিয়া ও নিউ জার্সিতেও জয় পেয়েছে ডেমোক্র্যাটরা।
প্রসঙ্গত, মামদানি প্রার্থী হয়ে দাঁড়ানোর পর থেকেই তাঁকে নানাভাবে আক্রমণ করে যাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি তাঁকে ‘১০০ শতাংশ উন্মাদ কমিউনিস্ট’এর তকমাও দেন। এখানেই শেষ নয়, মার্কিন প্রেসিডেন্ট এই হুঁশিয়ারিও দেন যে যদি মামদানি জেতেন, তাহলে তিনি বন্ধ করে দেবেন নিউইয়র্ক সিটির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারি অনুদান। কিন্তু এতকিছুর পরও শেষ পর্যন্ত বাজিমাত করলেন মামদানি। তাঁর বিপরীতে যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন ট্রাম্পের দলের থেকে, তিনি একেবারে গোহারান হারেন। ১০ শতাংশেরও কম ভোট যায় তাঁর ঝুলিতে। সেক্ষেত্রে দেখার যে ট্রাম্প যা বলেছিলেন, তা তিনি করেন কিনা এবার।