ad
ad

Breaking News

ভূমিকম্প

ভূমিকম্পের পর জাপানে সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে

Bengla jago Desk: জাপানে ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬। এরপরই জাপান তার পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোর জন্য সুনামির সতর্কতা জারি করে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, জাপান তার দেশের পূর্ব উপকূলে ইজু উপদ্বীপের দ্বীপগুলোর জন্য ১ মিটার উচু সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছে। জাপানের […]

Bengla jago Desk: জাপানে ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬। এরপরই জাপান তার পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোর জন্য সুনামির সতর্কতা জারি করে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, জাপান তার দেশের পূর্ব উপকূলে ইজু উপদ্বীপের দ্বীপগুলোর জন্য ১ মিটার উচু সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছে।

জাপানের আবহাওয়া সংস্থার মতে, স্থানীয় সময় সকাল ১১টায় তোরিশিমা দ্বীপের কাছে আঘাত হানা ৬.৬ মাত্রার ভূমিকম্পের পর এই সতর্কতা দেওয়া হয়।জাপানের মিটিওরোলজিক্যাল এজেন্সির সতর্কতায় বলা হয়েছে, সুনামির ঢেউয়ের উচ্চতা এক মিটার পর্যন্ত হতে পারে।

তবে কেবল ইজু দ্বীপ নয়, জাপানের চিবা থেকে শুরু করে কাগোশিমা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত এলাকা এই সুনামি সতর্কতার আওতায় থাকবে বলে জানানো হয়েছে। তবে এ ক্ষেত্রে সুনামির ঢেউয়ের উচ্চতা দশমিক ২ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। উপকূলীয় ও নদীর মোহনা অঞ্চলের লোকজনকে মূল ভূখণ্ডের উঁচু এলাকায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Free Access