ad
ad

Breaking News

ইসরায়েল-হামাসের যুদ্ধ

জঙ্গিদের সমর্থন করা যাবে না! কিন্তু সাধারণ প্যালেস্তাইনিদের কথা ভাবা উচিত: জয়শংকর

Bangla Jago Desk, Subhayan Roy: একমাস বয়স হতে চলেছে ইসরায়েল-হামাসের যুদ্ধ। গাজাতে লাগাতার হামলা চালিয়ে জঙ্গিগোষ্ঠী হামাসকে কার্যত কোনঠাসা করে ফেলেছে। তবে এই যুদ্ধের আঁচ এসে পড়েছে দুই দেশের সাধারণ নাগরিকদের ওপর। বিশেষ করে গাজাতে ইজরায়েলি সৈন্য হামলায় মৃত্যু হয়েছে বহু শিশু ও মহিলার। আর এই যুদ্ধের ভয়াবহতা নিয়ে সম্প্রতি একটি মন্তব্য করেন ভারতীয় বিদেশমন্ত্রী […]

Bangla Jago Desk, Subhayan Roy: একমাস বয়স হতে চলেছে ইসরায়েল-হামাসের যুদ্ধ। গাজাতে লাগাতার হামলা চালিয়ে জঙ্গিগোষ্ঠী হামাসকে কার্যত কোনঠাসা করে ফেলেছে। তবে এই যুদ্ধের আঁচ এসে পড়েছে দুই দেশের সাধারণ নাগরিকদের ওপর। বিশেষ করে গাজাতে ইজরায়েলি সৈন্য হামলায় মৃত্যু হয়েছে বহু শিশু ও মহিলার। আর এই যুদ্ধের ভয়াবহতা নিয়ে সম্প্রতি একটি মন্তব্য করেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেছেন যে, “জঙ্গিবাদকে কখনই সমর্থন করা যায় না। তবে প্যালেস্টাইনের সমস্যা একটি স্থায়ী সমাধানের প্রয়োজন”।

রোমের সেনেটের এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফেন্স কমিশনের যুগ্ম সচিব অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। এই আলোচনায় জয়শংকর আরও বলেন যে, “৭ অক্টোবর যা ঘটেছিল, তা সন্ত্রাসবাদের চুড়ান্ত নিদর্শন। কারণ ওই হামলার জন্যই পরবর্তী ঘটনাগুলি ঘটছে। ওই হামলা না হলে দুই দেশের পরিস্থিতি এতটা থারাপ হত না। তবে নিশ্চিত এই যুদ্ধ এত সহজে থামবে না, কিন্তু দুই দেশকেই আলোচনা করে পরিস্থিতিকে ধীরে ধীরে স্থীতিশীল পযার্য়ে নিয়ে আসতে হবে।”

পাশাপাশি এই আলোচনাতে উল্লেখ করা হয়েছে যে, বিভিন্ন ইস্যুতে একটি ভারসাম্য বজায় রাখা দরকার এবং ইসরায়েল-প্যালেস্তাইন সংঘাতে ‘দুই-রাষ্ট্র’ সমাধানের জন্য নয়াদিল্লির অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বিদেশমন্ত্রী বলেছেন যে, বিভিন্ন সমস্যা সমাধান করা অত্যন্ত প্রয়োজন। “এই সমস্যার মধ্যেও আমদের ভারসাম্য খুঁজে বের করতে হবে। তাই বলে জঙ্গিবাদকে কখনই সমর্থন করা যাবে না। আমাদের আতঙ্কবাদীদের বিরুদ্ধে লড়তেই হবে। তাই বলে নিরীহ সাধারণ প্যালেস্তাইনের নাগরিকদের জন্য কিছু একটা ভাবা উচিত।”

Free Access