ad
ad

Breaking News

বাস দুর্ঘটনা

ইতালিতে যাত্রীবাহী বাস দুর্ঘটনা

Bengla Jago Desk: ইতালিতে ভয়াবহ বাস দুর্ঘটনা । দুর্ঘটনায় যাত্রীবাহী বাস ফ্লাইওভার থেকে নিচে রেলাইনের কাছে পড়ে যায়। যার জেরে প্রাণ হারান দুই শিশু সহ ২৩ জন যাত্রী। আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন তাদের মধ্যে ৫ জনের অবস্থা অতন্ত্য আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে ভেনেসের কাছে মেস্ত্রে এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় উদ্ধারকারী দল। ইতিমধ্যেই দেহগুলি […]

Bengla Jago Desk: ইতালিতে ভয়াবহ বাস দুর্ঘটনা । দুর্ঘটনায় যাত্রীবাহী বাস ফ্লাইওভার থেকে নিচে রেলাইনের কাছে পড়ে যায়। যার জেরে প্রাণ হারান দুই শিশু সহ ২৩ জন যাত্রী। আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন তাদের মধ্যে ৫ জনের অবস্থা অতন্ত্য আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে ভেনেসের কাছে মেস্ত্রে এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় উদ্ধারকারী দল। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদেন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মেস্ত্রে শহরের স্থানীয় কর্মকর্তারা এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।জানা গেছে নিহত ব্যক্তিদের মধ্যে ৫ জন হলেন ইউক্রেনের বাসিন্দা আর একজন জার্মানির বাসিন্দা। বাসটির চালক ছিলেন ইতালির। ফ্লাইওভার থেকে নিচে পড়ে যাওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। কি কারণে এই ভয়াবহ দুর্ঘটনা তা খতিয়ে দেখছেন দেশের পুলিশ প্রশাসন। ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো শোক বার্তা প্রকাশ করে জানিয়েছেন এটি একটি ভয়াবহ দুর্ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ভাষায় প্রকাশ করা কঠিন।সূত্রের খবর বাসটি পর্যটকদের নিয়ে ভেনিস ও নিকটবর্তী মারঘেরা জেলায় যাওয়ার পথেই এই ঘটনা ঘটে। প্রাথমিক অনুমান বাসটি চলছিল মিথেন গ্যাস দিয়ে তাই বিদ্যুতের লাইনে পড়া মাত্র দাউদাউ করে আগুন ধরে যায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি আশঙ্কা করেছেন  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, নিহতদের পরিবারের পাশে দাঁড়াবেন তিনি ।

Free Access