ad
ad

Breaking News

Benjamin Netanyahu

ইরানকে আবারও হুমকি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

ইরানকে আবারও হুমকি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার তিনি বলেন, তেহরানের পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে তাঁর দেশ সবকিছু করবে।

israeli Prime Minister Benjamin Netanyahu threatens Iran again

Bangla Jago Desk: ইরানকে আবারও হুমকি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার তিনি বলেন, তেহরানের পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে তাঁর দেশ সবকিছু করবে। পশ্চিমি দেশগুলি ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটি তার পরমাণু অস্ত্র তৈরির ওপর থেকে নিজ আরোপিত বিধিনিষেধ তুলে নিতে পারে, তেহরানের একজন শীর্ষ কূটনীতিক এ সতর্কবাণী উচ্চারণ করার পর নেতানিয়াহু ওই হুমকি দিলেন।

[আরও পড়ুনঃ বিরোধীদের প্রতিবাদে কার্যক্রম ব্যাহত, সোমবার পর্যন্ত স্থগিতসংসদের কার্যক্রম

শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ এক আলোচনা শুরু করতে চলেছে ইরান। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে পরস্পর শত্রুদেশ ইজরায়েল ও ইরান এমন কথার লড়াই শুরু করল।

মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রের অধিকারী একমাত্র দেশ ইজরায়েল। যদিও তারা তা স্বীকার করে না। কোনও প্রতিদ্বন্দ্বী দেশ যাতে এই অস্ত্রের অধিকারী হতে না পারে, সে লক্ষ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দীর্ঘদিন ধরে ইজরায়েলের প্রতিরক্ষা খাতের শীর্ষ অগ্রাধিকারমূলক বিষয়গুলির একটি। ইজরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৪-কে বৃহস্পতিবার নেতানিয়াহু বলেন, ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে ঠেকিয়ে রাখতে আমি সবকিছু করব। এ জন্য যা যা ব্যবহার করা যায়, তার সব ব্যবহার করব।

গত মঙ্গলবার নেতানিয়াহু বলেন, লেবাননে যেদিন থেকে ইজরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হবে, তার পরের দিন থেকে তাঁরা ইরানের দিকে মনোযোগ দেবেন। তবে এ মনোযোগ দেওয়া বলতে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত বলেননি তিনি।

প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার দুই শীর্ষ নেতার পাশাপাশি ইরানি জেনারেলকে হত্যার জের ধরে চলতি বছর ইজরায়েলে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের হামলার জবাবে ইজরায়েলও দেশটিতে সীমিত পরিসরে হামলা চালিয়েছে। সর্বশেষ গত ২৬ অক্টোবর ইরানের কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল।

[আরও পড়ুনঃ সংসদে তৃণমূলের অবস্থান ঠিক করবে দলীয় নেতৃত্ব, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির চুক্তি হয়। পরমাণু অস্ত্র নির্মাণের পর্যায়ে উন্নীত না করে ইরান যাতে তার এই কর্মসূচিকে সীমিত রাখে, সেই শর্তে দেশটিকে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে স্বস্তি দেওয়া হয়। ইরান পরমাণু অস্ত্র নির্মাণে তার আকাঙ্ক্ষার কথা বরাবর অস্বীকার করে আসছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তাঁর দেশের পরমাণু অস্ত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। পরমাণু অস্ত্রের বিরুদ্ধে তিনি ফতোয়াও জারি করেছেন।