Bangla Jago Desk: জঙ্গি গোষ্ঠী হামাসের ঘাঁটিতে হানা দিল ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গাজা সীমান্তের কাছে জঙ্গিগোষ্ঠী হামাস ঘাটি তৈরি করে রেখেছে। এই ঘাটি থেকে তারা আক্রমণ পরিচালনা করছে। সেই ঘাঁটিতে এবার ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর অপারেশন। পাশাপাশি সুফা সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এই ঘাঁটিতেই জঙ্গিগোষ্ঠী হামাস 250 জনেরও বেশি ইজরায়েলিকে পনবন্দী করে রেখেছিল। তাদেরকে সেখান থেকে উদ্ধার করা গিয়েছে। ইজরায়েলি সেনার এই অপারেশনে ৬০ জন হামাস যোদ্ধার মৃত্যু হয়েছে বলে ইজরাইল প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর প্যালেস্টাইনের জঙ্গিগোষ্ঠী হামাস ইজরায়েলের সুফা সামরিক ঘাঁটি দখল করে নেয়। ওই সামরিক ঘাঁটি পুনরুদ্ধারে সেনা নামায় ইজরায়েল। অপারেশন সফল হয়েছে বলে জানিয়েছে ইজরায়েল প্রশাসন। এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে থাকা সব প্যালেস্তাইনিকে দ্রুত সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইজরায়েল। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রসংঘকে একথা জানানো হয়েছে। গত কয়েকদিনে একের পর এক বোমা হামলায় দেড় হাজারেরও বেশি প্যালেস্তাইনি নিহত হন। ইজরায়েল ওই অঞ্চলে স্থল অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজার জনসংখ্যার প্রায় অর্ধেক, অর্থাৎ ১০লক্ষের বেশি নাগরিককে উত্তরাঞ্চল থেকে সরিয়ে নিতে বলা হয়েছে। ওই অঞ্চলে ইজরায়েল স্থল অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোন পক্ষ শান্তি প্রক্রিয়ার পথে হাঁটেনি। ইজরায়েলি বাহিনীর আক্রমণের ঝাঁজ বাড়ছে। আকাশ পথে হামলা অব্যাহত রয়েছে। এবার জোরদার প্রস্তুতি স্থলপথেও যুদ্ধের। গাজা উপত্যকার উত্তর অঞ্চলে থাকা সব প্যালেস্টাইনিকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ সেই পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে বলে
Free Access