ad
ad

Breaking News

ইসরায়েল

হামাসকে পুনরাঘাত করতে এবার কোমর বাঁধল ইজরায়েল

Bengla jago Desk: হামাসকে পুনরাঘাত করতে এবার কোমর বাঁধল ইজরায়েল ডিফেন্স ফর্সেস। প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস এর সঙ্গে চরম দ্বন্দ্বের মধ্যে গাজা ভূখণ্ডে সম্পূর্ণ অবরুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল। বিদ্যুৎ, জল, খাবার, গ্যাস সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। হামাস বাহিনীকে পাশবিক বলে অভিহিত করে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এইরূপ সিদ্ধান্তের কথা জানিয়েছে। গত শনিবার ইজরায়েলের […]

Bengla jago Desk: হামাসকে পুনরাঘাত করতে এবার কোমর বাঁধল ইজরায়েল ডিফেন্স ফর্সেস। প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস এর সঙ্গে চরম দ্বন্দ্বের মধ্যে গাজা ভূখণ্ডে সম্পূর্ণ অবরুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল। বিদ্যুৎ, জল, খাবার, গ্যাস সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। হামাস বাহিনীকে পাশবিক বলে অভিহিত করে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এইরূপ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

গত শনিবার ইজরায়েলের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই আক্রমণ চালায় কুখ্যাত হামাস গোষ্ঠী। ওই হামলায় নিহত হয়েছেন ইজরায়েল সেনা সহ শয়ে শয়ে সাধারন নাগরিক। ইজরায়েলবাসীর উপর হামাস জঙ্গিদের নৃশংস অত্যাচার ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইজরায়েলের দাবি হামাস হামলায় এখনও পর্যন্ত ইসরায়েলে মৃত্যু হয়েছে ৭০০ জন। সেই সঙ্গে শতাধিক ইজরায়েল বাসিদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে প্যালেস্টাইনে। হামলা ঘটনার ঠিক ২ টো দিন পেরনো মাত্র গাঁজা ভূখণ্ড সম্পূর্ণ অবরুব্ধ করে দেয় ইজরায়েল। প্রতিরক্ষা মন্ত্রীর এই বড় সিদ্ধান্ত নেওয়ার পর গাজায় জল সরবরাহ পুরোপুরি বন্ধের নির্দেশ দেন সেই দেশের জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাটজ ।

প্রসঙ্গত গাজা ভূখণ্ডে প্রায় ১০ শতাংশ জল আসে ইজরায়েল থেকে। বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি প্রভৃতি বিষয়ে প্যালেস্টাইনের এই ভূখণ্ড কে নির্ভর করতে হয় ইজরায়েলের ওপর। প্যালেস্টাইনের এই ছোট্ট ভূখণ্ডে প্রায় ২৩ লক্ষ বাসিন্ধা ঠাসা ঠাসি করে বসবাস করে। এমনিতেই তাদের খাদ্যের , জলের অভাব প্রথম থেকেই তার মধ্যে ইসরায়েলের এই সিদ্ধান্তে গাজা বাসীর দুর্দশা চরমে পৌঁছাবে সেটায় স্বাভাবিক।