Bangla Jago Desk: হামাসকে শেষ করতে লাগাতার হামলা। আর তাতেই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা। প্রায় এক মাসের কাছাকাছি চলা এই যুদ্ধে সরগরম রয়েছে আন্তর্জাতিক মহল। বর্তমানে গাজার অন্তরে প্রবেশ করেছে ইজরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি ট্যাংক এবং সশস্ত্র সামরিক যানগুলি প্রবেশ করেছে গাজা সিটির কাছাকাছি একটি প্রধান সড়কে। গাজার উত্তর থেকে দক্ষিণে যাওয়ার সড়কপথ সালাহ-আল-দিনের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার মানুষ নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন, সেই সড়কেই সম্প্রতি ইসরায়েলি সেনা বাহিনীর টহল দিতে দেখা গেল।
এদিন প্রকাশ্যে এসেছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে যে এই ট্যাঙ্কগুলি থেকে ক্রমাগত ছোড়া হচ্ছে আর্টিলারি সেল। সুতরাং বোঝাই যাচ্ছে যে, এই সম্পূর্ণ বিস্তৃত স্থল অভিযানের মধ্যে দিয়ে ইজরায়েলি সেনা গাজার দিকেই মূলত নজর রাখছে। সেই বিষয়টি রীতিমত স্পষ্ট। ইসরায়েলি ওই ট্যাঙ্কগুলিকে এমন এলাকায় দেখা গেছে, যে ওয়াদি গাজাকে উত্তরের একটি সীমানা হিসাবে বর্ণনা করে বাসিন্দাদের দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী।
এই ভাবে তারা আস্তে আস্তে নিজেদের স্থল অভিযানকে আরও বাড়িয়ে চলেছে। এর সাথে আবার গাজায় ইজরায়েলের ক্রমাগত বোমা হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে গাজার তীব্র সহিংসতা ছড়িয়ে পড়েছে পশ্চিম তীরেও। জেনিনের কাছাকাছি ফ্ল্যাশপয়েন্ট শহরে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের চার ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার রাতে তাদের হত্যা করা হয়। নিহতদের একজন জেনিন ব্রিগেডের প্রতিষ্ঠাতা বলে জানা যাচ্ছে।
Free Access