চিত্র : সংগ্রহিত
Bangla Jago Desk : বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর নতুন উদ্যমে মাঠে নেমেছে বিএনপি। এবার দলের নেতৃত্বে বড়সড় বদলের ইঙ্গিত। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে তিনি ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দেন। তারপরেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
বিএনপি নেত্রী খালেদা বেশকিছুদিন ধরেই অসুস্থ। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাঁকে জেলবন্দি করা হয়। দুবছরেরও বেশি সময় কাটাতে হয়েছে জেলে। সাজা হয়েছিল ১৭ বছরের। তবে, ২০২০ সালে তাঁকে শর্তসাপেক্ষে গৃহবন্দি করার নির্দেশ দেয় হাসিনা সরকার। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর সাজা মকুব হয়ে যায়। এমন সময় দল পরিচালনার দায়িত্ব মহাসচিবের ওপরেই।
প্রসঙ্গত, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে হামলায় মদত এবং বেআইনি আর্থিক লেনদেনের মামলায় জেলের সাজা হয়েছিল তারেকের। গ্রেফতারি এড়াতে তিনি আর বাংলাদেশে ফেরেননি।
গত আগাস্টে সে দেশে হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি হয় অন্তর্বর্তী সরকার। তারপরেই তারেকের স্ত্রী জোবায়েদা রহমানের আয় বহির্ভূত সম্পত্তির মামলায় সাজার আদেশ স্থগিত হয়েছে। এবার কি তারেকের ক্ষেত্রেও একই নীতি নেবে অন্তর্বর্তী সরকার, এখন সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল। দেশে ফিরে কি তবে দলের দায়িত্ব নেবেন তারেক, ফখরুলের লন্ডন যাওয়া উস্কে দিয়েছে সেই প্রশ্নও।