চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: ইজরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়া সংঘাত ধীরে ধীরে আরও তীব্র রূপ নিচ্ছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই সংঘাতে দুই পক্ষই আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। এরই মাঝে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন—এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির কোনও প্রশ্নই নেই। বরং তিনি বলেছেন, ‘ আমরা সম্পূর্ণ বিজয় চাই। আর সেই বিজয় মানে হচ্ছে—ইরান পারমাণবিক অস্ত্র না রাখুক।’ ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘ ইরান কোনওভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। এটাই আমাদের লক্ষ্য।’ (United Nations)
[আরও পড়ুনঃ Fungal Infection: বর্ষায় ছত্রাকের সংক্রমণ থেকে কীভাবে বাঁচবেন?]
ট্রাম্প দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে সক্ষম। যদিও তিনি এও জানান, ‘ তার মানে এই নয় যে আমি সেটা করতে চলেছি। এখনই কোনও সিদ্ধান্ত নেইনি।’ ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে ফের কোনও চুক্তি করার সম্ভাবনা থাকলেও এখন সেটা এখুনি হবে না। তবে ইজরায়েলকে পূর্ণ সমর্থনের বার্তা দিয়ে তিনি জানান, ভবিষ্যতের পদক্ষেপ কী হবে, তা এখনও চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি। বলা বাহুল্য, ইজরায়েল-ইরান যুদ্ধে সরাসরি নিজেদের যুক্ত করা থেকে বিরত রেখেছে আমেরিকা। কিন্তু গত কয়েক দিনে ট্রাম্পের একের পর এক মন্তব্যে জল্পনা বাড়ছে। প্রশ্ন উঠছে, এবার কি সেই অবস্থান থেকে সরে আসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প? এই নিয়ে মেলেনি কোন উত্তর।
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]
ইরান এবং ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের (United Nations) মহাসচিব আন্তেনিও গুতেরাস। তিনি সতর্ক করে বলেছেন, ‘ এই লড়াই আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়ে পড়লে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে।’ গুতেরাস আরও বলেন, ‘ পশ্চিম এশিয়ায় নতুন করে সামরিক হস্তক্ষেপ করা হলে তা শুধু ওই অঞ্চলের নয়, বরং গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে তুলতে পারে।’ তিনি সাফ বার্তা দেন, সমস্ত পক্ষকে ‘ আত্মসংযম’ হতে হবে । সেইসঙ্গে সামরিক হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। পশ্চিম এশিয়ায় এই উত্তেজনা শুধু ওই অঞ্চলের নয়, গোটা বিশ্বের জন্যই আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে—এমনটাই মনে করছেন কূটনৈতিক মহল।