সংগৃহিত
Bangla Jago Desk: শুধু বন্ধু রাশিয়া নয় তার সাথে শত্রু চিনের সাথেও একজোট হতে চলেছে ভারত! জানা গিয়েছে, এবার নাকি একসাথে মিলে চাঁদের মাটিতে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র তৈরি করতে চলেছে ভারত-চিন। জানা গিয়েছে, এ বিষয়ে ভারত-চিনকে সঙ্গ দেবে বন্ধু রাশিয়াও। রাশিয়ার প্রথম সারির এক সংবাদসংস্থা থেকে এই গোটা বিষয়টি জানানো হয়েছে।
[আরও পড়ুন: Bangladesh: ইন্টারনেট শিক্ষা-সচেতনতায় সাড়া প্রত্যন্ত এলাকার নারীসমাজেরও]
জানা গিয়েছে, এই যৌথ প্রকল্পের কথা বলেছেন রাশিয়ার পারমাণবিক শক্তি উৎপাদন সংস্থার প্রধান অ্যালেক্সেই লিখাচেভ। তিনি এ বিষয়ে একটি অনুষ্ঠানে বলেন, বর্তমানে রাশিয়া চাঁদের মাটিতে ছোট ছোট কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে আগ্রহী হয়েছে। এর সাহায্যে হাফ মেগাওয়াট বিদ্যুৎ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই বিদ্যুৎ বহু ক্ষেত্রে ব্যবহার করা যাবে। রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে এই গোটা প্রকল্পটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালনা করা হবে। লিখাচেভ জানান, আন্তর্জাতিক মহলে এই অভিযান সম্পর্কে যথেষ্ট আগ্রহ বিদ্যমান। এখানে তিনি দুই বন্ধু দেশ ভারত-চিনের নাম উল্লেখ করেন। তিনি বলেন, তাদের এই অভিযানে ভারত-চিন দুই দেশই অংশ নিতে আগ্রহী।
[আরও পড়ুন: তৃতীয় টেস্টে শ্রীলঙ্কার প্রত্যাবর্তন]
উল্লেখ্য, চাঁদে স্পেস সেন্টার স্থাপন এবং ২০৪০ সালের মধ্যে চাঁদের মাটিতে মানুষ পাঠানোর পরিকল্পনা রেখেছে ভারত। হয়ত সে কথা মাথায় রেখে রাশিয়ার এই অভিযানে অংশ নিতে চলেছে ভারত। এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে নিজেদের যান পৌঁছাতে রীতিমত প্রতিযোগিতায় নেমেছিল ভারত-রাশিয়া। ২০২৩-এই চাঁদের মাটিতে চন্দ্রযান নামাতে গিয়ে ধ্বংস হয় রুশ যান। কিন্তু চাঁদের মাটিতে চন্দ্রযানের সফল ল্যান্ডিং-এর জেরে বিশ্বের ইতিহাসে নাম রেখেছে ভারত।