সংগৃহীত
Bangla Jago Desk: ফ্রান্সে ঘোষণা হল নতুন প্রধানমন্ত্রীর নাম। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৭৩ বছরের প্রবীণ রাজনীতিবিদ মিশেল বার্নিয়ের নাম ঘোষণা করছেন।
[আরও পড়ুন: নবম দিনে 5টি পদক পেতে পারে ভারত, জেনে নিন কোন খেলা থেকে আসবে পদক]
সম্প্রতি জুলাই মাসে প্রকাশিত হয়েছে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের ফলাফল। সেই ফলাফলে দেখা যায়, পার্লামেন্টের আসন সংখ্যা এর ভিত্তিতে শীর্ষ রয়েছে বাম সংগঠন। দ্বিতীয় স্থানে রয়েছে ইমানুয়েল ম্যাক্রোর মধ্যমপন্থী রেনেসাঁ। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণপন্থীরা।
জানা গিয়েছে বার্নিয়ে ফ্রান্সের রিপাবলিকান পার্টির সদস্য। তিনি নাকি বছর তিনি কাকে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তার নিজের দলই থাকে অনুমতি দেয়নি। মাত্র সাতাশ বছর বয়সে ল মেকার হয়েছিলেন মিশেল। বিদেশমন্ত্রী ও কৃষিমন্ত্রীর মত পদের দায়িত্বও তিনি সামলেছেন। তবে এ ২০১৬-২০২১ সালে ব্রেক্সিট বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতাকারী হিসেবে বিশ্ব তাকে বেশি চেনে।
[আরও পড়ুন: সুসজ্জিত গণেশ চতুর্দশী উপলক্ষে মৃৎশিল্পীর দোকানগুলিতে গণেশের মূর্তি কিনতে ভিড় ]
এদিকে অনেকের ধারনা মেশিনের পথ যে সহজ নয় তা নিশ্চিত। বর্তমানে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়াল আতাল। তিনি নির্বাচনের পরে কেয়াকটেকার প্রধানমন্ত্রী দায়িত্ব সামলেছেন। কিন্তু প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবার গ্যাব্রিয়ালের পরিবর্তে বেছে নিলেন দক্ষিণপন্থী নেতা মিশেলকে। শোনা যাচ্ছে, এই সংবাদে ক্ষুব্ধ হয়েছেন বামেরা। তাদের দাবি, নির্বাচনে সবচেয়ে ভালো ফলাফল তারাই করেছে, কিন্তু তাও বেছে নেওয়া হয়েছে দক্ষিণপন্থীর নাম।