ad
ad

Breaking News

RUSSIA

২৫ বছরের নীচে সুস্থ সন্তানের জন্ম দিলেই ৮১ হাজার টাকা পাবেন সেই মহিলা, জানুন কোন দেশ?  

এই স্কিমটি শুধুমাত্র কারেলিয়া অঞ্চলে প্রযোজ্য

If the woman gives birth to a healthy child under the age of 25, she will get 81 thousand taka, know which country?

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk : একদিকে ভারত অন্যদিকে চিন , পাল্লা দিয়ে বাড়ছে জনসংখ্যা। এই দুই দেশ যেন একে অপরকে জনসংখ্যার দিক দিয়ে টেক্কা দিচ্ছে। আর অন্যদিকে রাশিয়ার জনসংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। এভাবে জনসংখ্যা কমলে দেশের বিপদ অনিবার্য। এই পরিস্থিতিতে রাশিয়া নতুন পরিকল্পনার আবির্ভাব ঘটিয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যাদের বয়স ২৫ বছরের কম তারা যদি সুস্থ সন্তানের জন্ম দেন তাহলে সরকারের তরফ থেকে তাদেরকে দেওয়া হবে ১০০,০০০ রুবেল। এই মূল্য ভারতীয় মূল্যে প্রায় ৮১ হাজার টাকা।

[আরও পরুনঃ২৫ বছরের নীচে সুস্থ সন্তানের জন্ম দিলেই ৮১ হাজার টাকা পাবেন সেই মহিলা, জানুন কোন দেশ?]   

এই সিদ্ধান্তের কথা সম্প্রতি রাশিয়ার একটি স্থানীয় প্রশাসন জানিয়েছেন। রাশিয়ার কারেলিয়ার স্থানীয় প্রশাসনের মতে জনসংখ্যা হ্রাস পাওয়া কমাতে গেলে এই নতুনত্ব পন্থা অবলম্বন করতে হবে রাশিয়াকে। ইতিমধ্যেই এই নীতি কার্যকর হয়েছে রাশিয়ায়। বছরের শুরুতেই অর্থাৎ ১ লা  জানুয়ারিতে এই নীতি কার্যকর হতে শুরু করেছে রাশিয়ায়। তবে যে কেউ এই টাকা পাবে না। টাকা পেতে গেলে যারা মা হবেন তাদেরকে কোন বিশ্ববিদ্যালয় বা কলেজের নিয়মিত ছাত্রী হতে হবে। তাদের বয়সেও হতে হবে ২৫ এর কম। তবে সুস্থ শিশুর জন্ম দিতে হবে। যারা মৃত শিশু জন্ম দেবে তাদের ক্ষেত্রে এই নীতি কার্যকর করা হবে না। কোন শিশু জন্ম নেওয়ার কিছুদিন পরে মারা গেলে তার ক্ষেত্রে কি হবে সেই বিষয়ে এখনও স্পষ্ট করে জানায়নি রাশিয়া। আবার যে সমস্ত মেয়েরা প্রতিবন্দি সন্তানের জন্ম দেবে তাদের ক্ষেত্রে এই নিয়ম কিভাবে কার্যকর করা হবে সেই বিষয়েও মুখ খুলতে নারাজ রাশিয়া।

[ আরও পরুনঃপাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চন্দননগর পুলিশের জালে ৩] 

শিশুকে জন্ম দিলেই শুধু হবে না তাকে বড় করে তোলার জন্য প্রয়োজন নানা সামগ্রী।  যার জন্য দরকার প্রচুর খরচা সেই খরচাও রাশিয়া সরকার বহন করবে কিনা সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি। তবে এই স্কিমটি শুধুমাত্র কারেলিয়া অঞ্চলে প্রযোজ্য। উল্লেখ্য ২০২৪ সালে রাশিয়াতে হওয়া মোট শিশুর সংখ্যা ৫,৯৯,৬০০ যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৩ সালে জন্মের হাড় ছিল ২০২৪ সালে তুলনায় ১৬০০০ বেশি।