চিত্র -সংগৃহীত
Bangla Jago Desk : আফগানিস্তানে ২০২১ সালে তালিবানরা নিজেদের আধিপত্য স্থাপন করে। নিজেদের মতো করে সরকার গড়ে তোলেন তারা। দেশটির দখল নেওয়ার পর এই প্রথমবার তালিবান সকারের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। আর এই বৈঠক ভালোভাবে মেনে নেয়নি পাকিস্তান। বৈঠকের ৪৮ ঘণ্টা পেরোতে না পেরোতে আফগানিস্তানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাল পাকিস্তান। শুক্রবার ভোররাতে চালানো হয়েছে হামলা। আফগানিস্তানের নাভা ক্রশিং এবং সারকানি জেলার বেশ কয়েকটি এলাকা লক্ষ করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলার পাল্টা জবাব দিতে পিছু হটবে না আফগানিস্তানের তালিবান সরকার। এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে তালিবানদের পক্ষ থেকে।
[ আরও পড়ুনঃতৃপ্তির বদলে সারা! আসছে ‘আশিকী ৩’]
প্রসঙ্গতও, গত বুধবার দুবাইয়ে ভারত ও আফগানিস্তান তালিবানদের মধ্যে হয় একটি বৈঠক। যে বৈঠকের আলোচনার বিষয়বস্তু ছিল ক্রিকেট সহ অন্যান্য বিষয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও মজবুত করা। আর এই বৈঠক মোটেই ভালোভাবে গ্রহণ করেনি পাকিস্তান। সেই কারণেই এই হামলা বলে অভিযোগ। এই হামলার জেরে আফগানিস্তানের ওই এলাকাগুলিতে কারুর মৃত্যু হয়েছে কিনা বা কতটা ক্ষতি হয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
[ আরও পড়ুনঃমেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে কড়া পদক্ষেপ নবান্ন’র]
সূত্রের খবর শুক্রবার ভোর রাতে সীমান্তের কুনার প্রদেশের সারকানি জেলায় একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকে পাক সেনা। আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষদের মধ্যে। রীতিমত পালানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। গোটা অঞ্চল কেঁপে ওঠে এক বিকট শব্দে। মনে করা হচ্ছে মুলত এই হামলার পিছনে লক্ষ্য ছিল জঙ্গি সংগঠন তেহরিকে তালিবান পাকিস্তানের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। এই ভায়াবহ হামলার জেরে কতটা ক্ষতির মুখে পড়তে হয়েছে আফগান তালিবান সরকারকে তা এখনও স্পষ্ট নয়। তবে এই হামলার জবাব খুব শীঘ্রই দেবে আফগান তালিবান এমনটাই জানিয়েছে তারা।