ad
ad

Breaking News

Los Angeles International Airport

Los Angeles International Airport: ভয়ঙ্কর কাণ্ড, রানওয়ে ছেড়ে আকাশে উড়তেই চাকা খুলে গেল বিমানের, দেখুন ভিডিয়ো

রানওয়ে ছেড়ে আকাশে ওড়ার পর বিপত্তি। চাকা খুলে পড়ে গেল বিমানের। ঘটনাটি ঘটেছে আমেরিকার অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে

Horrible incident, the wheels of the plane came off after leaving the runway, watch the video

সংগৃহীত

Bangla Jago Desk: রানওয়ে ছেড়ে আকাশে ওড়ার পর বিপত্তি। চাকা খুলে পড়ে গেল বিমানের। ঘটনাটি ঘটেছে আমেরিকার অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানটি ডেনভারের উদ্দেশে রওনা দিয়েছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যায়, ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটির বাঁ দিকের একটি চাকা খুলে পড়ে যায়। যেহেতু আকাশে ওড়ার পরই ঘটনাটি ঘটে, তাই বিমানটির সঙ্গে সঙ্গে নামার কোনও সুযোগ ছিল না। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে যায় বিমানটি। বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওড়ার অন্তত ৩ ঘণ্টা পর একটি চাকা ছাড়াই নিরাপদে ডেনভার বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

বড় কোনও বিপদ না ঘটলেও এই ঘটনা সামনে আসায় উদ্বেগ ছড়ায় যাত্রীদের মধ্যে। প্রশ্ন ওঠে যাত্রী সুরক্ষা নিয়ে। কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। বিমান ওড়ার আগে চাকা সহ সমস্ত কিছু খুটিয়ে পরীক্ষা করেন বিশেষজ্ঞরা। বিমানটি ওড়ার জন্য প্রস্তুত–  এমন সার্টিফিকেট দিলে তবেই রানওয়েতে চাকা গড়ায় বিমানের। নিয়ম মেনে ইউনাইটেড এয়ারলাইন্সের এই বিমানটিরও সব কিছু পরীক্ষা করা হয়েছিল। তা সত্ত্বেও এই ঘটনা ঘটে। তবে কেন এই ঘটনা— তা জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। কোনও গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এমন ঘটনা এই প্রথম নয়। এর আগে একাধিক বিমানবন্দরে এমন ঘটনা ঘটেছে। আকাশে ওড়ার পরপরই বা অবতরণের সময় চাকা খুলে পড়ে যায় বিমানের। আমেরিকার অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে আবার একই রকম ঘটনা ঘটল।