চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: লাগাতার ভারী বর্ষণের জেরে বিপর্যস্ত আমেরিকার টেক্সাসের বিস্তীর্ণ এলাকা। যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের দক্ষিণ-পশ্চিম দিকে, গুয়াদালুপে নদীতে হড়পা বান বিপর্যয়ে বহু মানুষের প্রাণ হারানোর কথা সামনে আসছে। হড়পা বানে জলের তোড়ে ভেসে গিয়েছেন অনেকেই। এখনও পর্যন্ত নদী থেকে ২৪ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এখনও পর্যন্ত নিখোঁজ অনেকে। তাই মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।(Texas)
[আরও পড়ুনঃ Medical Corruption: মোদি জমানার বিরাট মেডিক্যাল দুর্নীতি! পর্দাফাঁস করল সিবিআই]
জানা গিয়েছে, নদী সংলগ্ন এলাকায় সামার ক্যাম্পে যোগ দিয়েছিল একটি স্কুলের পড়ুয়ারা। তাদের মধ্যে এখনও পর্যন্ত ২৩ জনের খোঁজ পাওয়া যায়নি। উদ্ধারকারী দলের আশঙ্কা, জলের তোড়ে ভেসে গিয়েছে ওই স্কুলছাত্রীর। নিখোঁজ পড়ুয়াদের খোঁজ না পাওয়া পর্যন্ত আকাশপথে উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছে টেক্সাস প্রশাসন। ইতিমধ্যেই উদ্ধার অভিযানে নামানো হয়েছে ৫০০ জনের বেশি উদ্ধারকারীকে। ব্যবহার করা হচ্ছে ১৪টি হেলিকপ্টার। তবে দফায় দফায় ভারী বৃষ্টির জন্য মাঝেমধ্যেই ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।(Texas)
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে আমেরিকার টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। শুক্রবার টেক্সাসের দক্ষিণ-পশ্চিম দিকে লাগাতার ভারী বর্ষণের জেরে মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর প্রায় ২৬ ফুট অর্থাৎ ৮ মিটার বৃদ্ধি পায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে নদীর জলের তোড়ে ভেঙে পড়ছে বাড়ি এবং গাছ। এরপরও ভারী বৃষ্টি চলতে থাকলে নদীতে ফের হড়পা বান আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে নদী তীরবর্তী জায়গাগুলোয় না যাওয়ার পরামর্শ দিচ্ছে টেক্সাস প্রশাসন।(Texas)