চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: দক্ষিণ-পূর্ব ব্রাজিলে টানা ভারী বৃষ্টির কারণে ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মিনাস জেরাইস রাজ্যের উদ্ধারকর্মীরা। শনিবার রাতে এক ঘণ্টার মধ্যে ইপাতিঙ্গা শহরে ৮০ মিলিমিটার (৩.১ ইঞ্চি) বৃষ্টি হয়, যার ফলে ভূমিধসের ঘটনা ঘটে। শহরের মেয়রের কার্যালয় সুত্রে জানা গিয়েছে, এই ভূমিধসে ৯ জন প্রাণ হারিয়েছেন।
[আরও পড়ুন: বিষাক্ত স্যালাইন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে]
অগ্নি নির্বাপক বাহিনী ধ্বংসস্তূপ থেকে ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। এছাড়াও আরেকটি ভূমিধস শহরের বেথানিয়া এলাকায় একটি পাহাড়ের পাশ দিয়ে রাস্তা বরাবর সবকিছু ধ্বংস করে নিয়ে গেছে।
এএফপির তোলা ছবিতে দেখা গেছে, কাদার ভেতর থেকে উঁকি দিচ্ছেবাড়িগুলোর ধ্বংসাবশেষ। রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই এলাকার একজন ব্যক্তি নিখোঁজ ছিলেন, যদিও তার পরিবারের চার সদস্যকে উদ্ধার করা হয়েছে। কাছাকাছি সান্তানা দো পারাইসো শহরেও একটি মরদেহ পাওয়া গেছে।
মিনাস জেরাইস রাজ্যের গভর্নর রোমেউ জেমা সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে মৃতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। গত এক বছরে লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল বেশ কয়েকটি চরম আবহাওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছে।এপ্রিল ও মে মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টির ফলে সৃষ্ট ব্যাপক বন্যায় দেশের দক্ষিণাঞ্চলে ১৮০ জনের বেশি প্রাণ হারান।
[আরও পড়ুন: লস অ্যাঞ্জেলসে টর্নেডোর কারণে লাগাম ছাড়া অগ্নি শিখা, নিহত অন্তত ২৪]
এছাড়া, জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত এক ঐতিহাসিক খরার কারণে গত ১৭ বছরে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যা অ্যামাজন রেইনফরেস্টের বিশাল অংশ ধ্বংস করে।