ad
ad

Breaking News

গাজা শহর ঘিরে ফেলেছে ইসরায়েল     

Bengla Jago Desk: গাজা শহর সম্পূর্ণ ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাস যোদ্ধাদের সঙ্গে টানেলে মুখোমুখি যুদ্ধ করেছে তাদের সেনাবাহিনী। রষ্ট্রসংঘ জানিয়েছে, তাদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়া চারটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় জল সংকট আরো তীব্র হচ্ছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। তিন সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা […]

Bengla Jago Desk: গাজা শহর সম্পূর্ণ ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাস যোদ্ধাদের সঙ্গে টানেলে মুখোমুখি যুদ্ধ করেছে তাদের সেনাবাহিনী। রষ্ট্রসংঘ জানিয়েছে, তাদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়া চারটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় জল সংকট আরো তীব্র হচ্ছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। তিন সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গত শুক্রবার থেকে সেখানে শুরু হয়েছে ইসরায়েলি স্থল অভিযান।

ইসরায়েলি হামলা–অভিযানের মুখে গাজায় ৯ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। গাজায় অভিযান বন্ধ করা ও যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। এ বিষয়ে দানিয়েল হাগারি বলেন, আপাতত যুদ্ধবিরতির কোনো পরিকল্পনা আলোচনার টেবিলে নেই।ইসরায়েলের সামরিক প্রকৌশলীদের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইদ্দো মিজরাহি বলেছেন, ‘হামাস নিজেদের ভালোভাবেই প্রস্তুত করেছে। তারা মাইন বিস্ফোরণ ঘটাচ্ছে। আমাদের সেনারা বুবি ফাঁদের মুখোমুখি হচ্ছে।’

এদিকে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা গতকাল এক টেলিভিশন ভাষণে বলেন, ‘গাজায় ইসরায়েলের মৃতের সংখ্যা সেনাবাহিনীর ঘোষণার চেয়ে অনেক বেশি। আপনাদের সেনারা কালো ব্যাগে ভর্তি হয়ে ফিরে যাবে।’ ইসরায়েল জানিয়েছে, গাজায় স্থল অভিযান সম্প্রসারিত করার পর থেকে ইসরায়েল বাহিনীর ১৮জন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আজ শুক্রবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ৯ হাজার ৬১জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলি নিহত হয়েছেন ১ হাজার ৪০০জন।

Free Access