ad
ad

Breaking News

Everest Storm

মাউন্ট এভারেস্টে অস্বাভাবিক তুষারঝড়, উদ্ধারকারী দলের চেষ্টায় ফিরলেন বহু পর্বতারোহী

রবিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকারীরা আটকে পড়া বহু পর্বতারোহীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন।

Everest Storm Traps 1000 Climbers in Tibet

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: তিব্বতের মাউন্ট এভারেস্ট অঞ্চলে ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে গত রবিবার প্রায় ১০০০ পর্বতারোহী আটকে পড়েছিলেন। হিমালয় অঞ্চলে অস্বাভাবিক ভারী তুষারপাত ও বৃষ্টির কারণে এই বিপর্যয় ঘটে। চীনা সরকারি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকারীরা আটকে পড়া বহু পর্বতারোহীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মদতপুষ্ট ‘জিমু নিউজ’-এর খবর অনুযায়ী, প্রায় ১০০০ জন মানুষ ওই অঞ্চলে আটকে পড়েছিলেন। এর মধ্যে রবিবার পর্যন্ত ৩৫০ জন পর্বতারোহী ছোট জনপদ কুদাং-এ (Qudang) পৌঁছাতে পেরেছেন। এছাড়া, আরও ২০০ জনেরও বেশি পর্বতারোহীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ প্রকৃতির রোষে বিধ্বস্ত উত্তরবঙ্গ, টানা বৃষ্টিতে নদীর ঊর্ধ্বমুখী জলস্তর

অবরুদ্ধ অঞ্চল থেকে বরফ সরাতে এবং উদ্ধারকাজে সাহায্য করার জন্য শত শত স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। স্থানীয় সরকারের তত্ত্বাবধানে অবশিষ্ট পর্বতারোহীদেরও উদ্ধারকারীদের নির্দেশনায় পর্যায়ক্রমে কুদাং-এ আনা হবে বলে জানা গেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে তিব্বতে মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে ভারী তুষারপাত শুরু হয় এবং তা ক্রমশ তীব্রতা লাভ করে। এই অঞ্চলটি পর্বতারোহী ও হাইক করা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রকাশিত দৃশ্যগুলিতে দেখা যায়, আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং পর্বতারোহীরা হাঁটু-সমান গভীর বরফ ও শক্তিশালী বাতাসের মধ্য দিয়ে পথ অতিক্রম করছেন। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, অক্টোবরের এই সময়ে এমন চরম আবহাওয়া অস্বাভাবিক।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

কুদাং-এ পৌঁছানো এক পর্বতারোহী রয়টার্সকে জানান, “পাহাড়ে প্রচণ্ড ঠান্ডা ও ভেজা পরিবেশ ছিল এবং হাইপোথার্মিয়ার ঝুঁকি ছিল খুব বেশি।” তিনি আরও বলেন যে এ বছর আবহাওয়া স্বাভাবিক নয়; তার গাইডও নাকি অক্টোবরে এমন চরম আবহাওয়ার মুখোমুখি আগে কখনও হননি। কুদাং গ্রামে ফিরে সেই পর্বতারোহী স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, “গ্রামে ফিরে খাবার খেলাম এবং অবশেষে গরম হলাম।”