The Truth of Bengal: সমুদ্রের নিচে মসজিত। শুনে অবাক হচ্ছেন তবে এই অবাস্তবকে বাস্তবে পরিনত করার ঘোষণা করেছে আরব আমিরাত। ৫ কোটি ৫০ লাখ আমিরাতি দিরহাম ব্যয়ে দুবাইয়ের সমুদ্র উপকূলে এ মসজিদ নির্মিত হবে। এক সংবাদ সম্মেলনে এই মসজিদ নির্মাণের ঘোষণা করা হয়। পর্যটনশিল্পে সংযুক্ত আরব আমিরাতকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন দেশটির শাসকেরা। ধর্মীয় পর্যটনকে আকর্ষণীয় করে তুলতে সাগরতলে মসজিদ নির্মাণের চিন্তাবানা করা হয়েছে। শিগগিরই মসজিদটির নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। আশা করা হচ্ছে, ২০২৪ সালের মধ্যেই মসজিদটি উদ্বোধন করা সম্ভব হবে।
নির্মাণ সম্পন্ন হলে বিশ্বে এটিই হবে সাগরতলে নির্মিত প্রথম মসজিদ। প্রকাশিত নকশা অনুযায়ী মসজিদটির অর্ধেক থাকবে জলের নিচে। জলের ওপরে থাকা বাকি অর্ধেকে থাকবে বসার জায়গা ও কফিশপ। থাকছে কোরআন প্রদর্শনী কেন্দ্রও। আমিরাতের মসজিদটি হবে তিনতলা। জলের নিচে থাকা অংশটি ব্যবহৃত হবে নামাজের স্থান হিসেবে। এতে ৫০ থেকে ৭০ জন একসঙ্গে নামাজ পড়তে পারবেন। আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের আধিকারিক আহমেদ আল মানসুরি বলেন, শিগগিরই মসজিদটির নির্মাণকাজ শুরু হবে।
তিনি আরও বলেন, সব ধর্মের মানুষই মসজিদটি পরিদর্শন করতে পারবেন। তবে পরিদর্শনকারীদের মার্জিত পোশাক পরে যেতে হবে। আমিরাতের ঘোষিত দুবাই কৌশল ২০২৫ এ ওই বছরের মধ্যে দুবাইকে বিশ্বের সর্বাধিক পর্যটকের শহরে উন্নীত করার পরিকল্পনার কথা বলা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে উদ্ভাবনী ও দৃষ্টিনন্দন সব স্থাপনার মাধ্যমে বৈশ্বিক পর্যটনশিল্পে নিজেদের অবস্থান জোরদারের চেষ্টা করছে আমিরাত।