চিত্র - সংগৃহীত
Bangla Jago Desk : একদম নির্জন এক দ্বীপ। যে দ্বীপে বসবাস করেনা কোন মানুষ। নেই কোন কলোনি বা শিল্প। জানেন কি পৃথিবীর কোথায় অবস্থিত এমন ধরনের দ্বীপ? তবে এই দ্বিপেই রয়েছে চাকরির সুবর্ণ সুযোগ। এমনি সেমনি পদে নয়, ম্যানেজারের পদে নেওয়া হচ্ছে কর্মী। আর বেতন শুনলে আঁতকে উঠবেন। দেওয়া হবে ২৬ লক্ষ টাকা। কি শুনে খাট থেকে পড়ে যাওয়ার জোগাড় তো? ইতিমধ্যেই চাকরির জন্য শুরু হয়ে গেছে আবেদন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া। তাই আপনিও আর দেরি না করতেই পারেন এই চাকরির জন্য আবেদন।
[ আরও পড়ুনঃবানি মিউজিয়াম থেকে মিউজিয়াম অফ সেক্স! বিশ্বের আনাচে কানাচে অদ্ভুতুড়ে সব যাদুঘর!]
আসলে এই দ্বিপটি অবস্থিত স্কটল্যান্ডে। স্কটল্যান্ডে এই দ্বীপের নাম হান্ডা। দূরদূরান্ত পর্যন্ত দেখতে পাবেন না কোন জনসংখ্যা। এই দ্বিপটি স্কটল্যান্ডের সুদূর পশ্চিমে অবস্থিত। ইউরোপের অন্যতমও এই দ্বিপটি সাধারণত পাখিদের প্রজনন ক্ষেত্র হিসাবে বিশেষ পরিচিত। এখানে কোন জনবসতি না থাকায় কোন শিল্পই গড়ে ওঠেনি দ্বিপটিতে। তবে এবার এই দ্বীপেও কাজ করতে যাবেন প্রচুর মানুষ। কেননা স্কটিশ ওয়াইল্ড লাইফ ট্রাস্ট নামক এক সংস্থা এই দ্বীপে কাজের সূত্রে নিয়োগ করতে চলেছে কর্মী। কাজটি হবে মূলত পর্যটকদের দেখাশোনা করে। এক কাজে যারা যুক্ত হবে তাদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা করে দেবে এই সংস্থা।
এই চাকরির মেয়াদ ৬ মাস। অবিবাহিত বিবাহিত সকলেই এই চাকরির পদের জন্য অ্যাপলাই করতে পারবে। তবে কি সিদ্ধান্ত নিলে যাবেন নাকি এই চাকরিতে? আবারও বলে রাখা ভালো এই দ্বীপে কোন মানুষ জন নেই, তাই যারা প্রকৃতির মাঝে সময় কাটিয়ে দিতে পারেন বা শান্ত নিরিবিলি জায়গায় ৬ মাস সময় কাটিয়ে দিতে পারবেন ভাববেন তারা একমাত্র যেতে পারেন এই দ্বীপে চাকরির খোঁজে।