ad
ad

Breaking News

LOS ANGELES

বিধ্বংসী দাবানলে লস অ্যাঞ্জেলস মৃত বেড়ে ১৬, নিখোঁজ এখনও পর্যন্ত ১৩ জন

প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকো ক্যালিফোর্নিয়াকে সহায়তা করার জন্য যথেষ্ট পরিমাণে পাঠিয়েছে অগ্নিনির্বাপক সরঞ্জাম

Death toll rises to 16 in devastating Los Angeles wildfires, 13 still missing

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk : এখনও থামেনি দাবানল। দাউ দাউ করে জ্বলে চলেছে লস অ্যাঞ্জেলস। আগুনের লেলিহান শিখা পুড়িয়ে ফেলেছে সব কিছু। যে টুকু অংশ বাকি রয়েছে সেই অংশেও এই বিধ্বংসী দাবানল ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। বাতাসের কারণে এই দাবানল গ্রাস করছে বিঘের পর বিঘে জমি। গতকাল পর্যন্ত জানা গিয়েছিল এই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ১১ জনের। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জন। নিখোঁজ রয়েছে ১৩ জন।  অন্যদিকে বইয়ে চলেছে প্রবল হাওয়া যে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে ধারণা।

 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে লস অ্যাঞ্জেলস কাউন্টির ৪ টি এলাকায় ছড়িয়ে পড়েছে এই আগুন। যে আলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে রয়েছে প্যাসিফিক প্যালিসেডস এলাকা। আগুনে পুড়ে ছাই হয়েছে ১২ হাজারেরও বেশি বাড়ি। পুড়ে গিয়েছে প্রচুর শস্য। প্রায় ১ লক্ষেও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। শুধুমাত্র প্যালিসেডস এলাকাতেই পুড়ে গিয়েছে প্রায় ২২ হাজার একর জমি। লস অ্যাঞ্জেলসের গোটা আকাশ এই মুহূর্তে ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। দমকলবাহিনীর চেষ্টায় আপাতত ১১ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে ৫০০০ এর ও বেশি স্থাপত্য পুড়ে গিয়েছে, পুড়ে গিয়েছে ৪২৬ টির বেশি বাড়ি। 

[ আরও পড়ুনঃঅভিনব অদ্ভুতুড়ে যাদুঘর]

বহু মানুষকে নিরাপদে সরিয়ে আনলেও এখনও বহু মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদেরকেও সরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। রাত দিন অকালন্ত ভাবে পরিশ্রম করছে দমকলবাহিনী। তাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করতে দেখা গেল জেল বন্দিদেরও। প্রায় ১০০০ মতো জেল বন্দি পরিশ্রম করছে এই দাবানল নেভানোর কাজে। এই সমস্ত জেলবন্দিরা কমলা রঙের জাম্পস্যুট পড়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে দমকলকর্মীদের সঙ্গে। অন্যদিকে রাষ্ট্রপতি জো বাইডেন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা করার বার্তা দিয়েছেন। একই সঙ্গে প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকো ক্যালিফোর্নিয়াকে সহায়তা করার জন্য যথেষ্ট পরিমাণে পাঠিয়েছে অগ্নিনির্বাপক সরঞ্জাম।