Bengla Jago Desk: গত ৭ অক্টোবর কুখ্যাত জঙ্গি গোষ্ঠী হামাসের সশস্ত্র আক্রমণে ইজরায়েলে অসংখ্য মানুষের মৃত্যু হয়। সেই সব নিহতদের মরদেহ খুঁজে বের করতে এবার নতুন পদ্ধতি অবলম্বন করল ইজরায়েল। শুধু নাগরিক নয় ইজরায়েল ও হামাস যুদ্ধে নিহত হয়েছে বহু ইজ্রায়েলি সেনা, তাদের দেহের হদিশ পেতে ট্র্যাকিং ডিভাইস লাগানো ঈগল শকুন পাখিদের কাজে লাগাচ্ছে নেতানিয়াহু সরকার।
ইজরায়েলের প্রাণী বিশেষজ্ঞ ওহাদ হাতজোফে এই কথা স্বীকার করে নিয়েছেন। তিনি আরও জানান যুদ্ধের সময় কিছু সেনা এসে তাঁর কাছে জানতে চায় সেনাদের মৃতদেহ খুঁজতে বন্য প্রাণীদের কাজে লাগাতে পারবে কিনা। ওহাদ জানান এই অভিনভ বুদ্ধি দিয়েছে ইআইটিএএন নামক ইজরায়েল বাহিনীর মানবসম্পদ বিভাগের একটি দল।
প্রসঙ্গত, ৭ অক্টোবর হামাস জঙ্গি গোষ্ঠী প্রথম হামলা চালায় ইজরায়েলের ওপর। তার পর থেকে প্যালেস্টাইনের গাজা উপত্যাকা কে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রতিজ্ঞা নেয় ইজরায়েল। দুই পক্ষের এই চরম সংঘাতে মৃত্যুর সংখ্যা অগুনতি। আহত বহু। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যুদ্ধ বিরতির কথা জানালেও পিছু হটতে নারাজ ইজরায়েলের নেতানিয়াহু সরকার।