ad
ad

Breaking News

বাইডেন

বাইডেনের কঠোর সমালোচনা রাশিয়ার

Bengla Jago Desk: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে রাশিয়া। বাইডেন সম্প্রতি মন্তব্য করেন, ইউক্রেন ও ইজরায়েলকে সহায়তা করলে তা মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের পক্ষে লাভজনক। বাইডেনের এই মন্তব্য নিয়ে আপত্তি জানিয়ে বিবৃতি দিয়েছে রাশিয়া। বাইডেনের কড়া সমালোচনা করা হয়েছে রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে।সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বাইডেন বিতর্কিত এই মন্তব্য […]

Bengla Jago Desk: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে রাশিয়া। বাইডেন সম্প্রতি মন্তব্য করেন, ইউক্রেন ও ইজরায়েলকে সহায়তা করলে তা মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের পক্ষে লাভজনক। বাইডেনের এই মন্তব্য নিয়ে আপত্তি জানিয়ে বিবৃতি দিয়েছে রাশিয়া। বাইডেনের কড়া সমালোচনা করা হয়েছে রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে।সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বাইডেন বিতর্কিত এই মন্তব্য করেন। তবে রাশিয়ার সমালোচনার জবাব এখনও মার্কিন যুক্তরাষ্ট্রে দেয়নি।

কূটনৈতিক মহল মনে করছে, রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ এবং ইজরায়েলের সঙ্গে হামাসের রক্তক্ষয়ী সংঘর্ষ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে মন্তব্য করেছেন, তা থেকে সরবে না হোয়াইট হাউস। এই পরিস্থিতিতে নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটল।রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে এও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাজে ও কথায় মিল নেই।

মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা এবং গণতন্ত্রের কথা বললেও আদতে নিজের স্বার্থ বজায় রাখতে কেবলই হিসেব করে চলে মার্কিন যুক্তরাষ্ট্র।রাশিয়ার বিদেশ মন্ত্রক মেসেজিং অ্যাপ টেলিগ্রামে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে বাইডেন জাতির উদ্দেশ্যে  নিজের বক্তব্য পেশ করার ২৪ ঘণ্টার ভিতরই। নিজের বক্তব্যে বাইডেন এও বলেন, রাশিয়া জঙ্গি সংগঠন হামাসকে মদত জুগিয়ে চলেছে। হামাসের কাজকর্ম শয়তানের কর্মকাণ্ড বলেও উল্লেখ করেন বাইডেন।

Free Access