ad
ad

Breaking News

Kuwait

Kuwait: কুয়েতে অগ্নিকাণ্ডে মৃত বাংলার শ্রমিক, দেহ দেশে ফেরাতে তৎপর বিদেশ মন্ত্রক

শুক্রবার তাঁর দেহ দেশে ফেরানো হবে

Bangladeshi workers who died in the fire in Kuwait, the Ministry of Foreign Affairs is eager to return the body to the country

ছবি : সংগৃহীত

Bangla Jago Desk : কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ জনের বেশি ভারতীয়র মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আছেন বাংলার শ্রমিক। শুক্রবার তাঁর দেহ দেশে ফেরানো হবে। দিল্লি থেকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে মৃতদেহ। তবে মৃতদের মধ্যে আর কোনও বাঙালি শ্রমিক আছেন কিনা, তা এখনও জানা যায়নি।

[ আরও পড়ুন – Breaking News: কুয়েতের এক আবাসনে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত ৪০, যার বেশিরভাগ ভারতীয় ]

মৃত ভারতীয়দের মধ্যে মধ্যে তামিলনাড়ু, কেরলের বাসিন্দার সংখ্যা বেশি। এছাড়াও বেশ কয়েকজন উত্তর ভারত ও বাংলার বাসিন্দা আছেন। তবে অগ্নিদগ্ধ হয়ে ঝলসে যাওয়ায় তাদের পরিচয় জানতে সমস্যা হচ্ছে। ভারতীয় দূতাবাস মৃতদের সম্পর্কে জানার চেষ্টা করছে। মৃতদের দেহ ফেরানোর পাশাপাশি জখমদের চিকিৎসার তদারকির জন্য বৃহস্পতিবার কুয়েতের জন্য রওনা দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। জানা যাচ্ছে বিদেশমন্ত্রকের তত্ত্বাবধানেই দ্রুত দেশে ফেরানো হবে কুয়েতে অগ্নিকাণ্ডে মৃতদের দেহ।

[ আরও পড়ুন – US : ভাবতে পারেন ৩০০ টাকার গয়না মহিলা কিনলেন ছ’কোটিতে!]

বুধবার ভোরে কুয়েতের দক্ষিণ আহমদি প্রদেশের মাঙ্গাফ এলাকায় একটি ৬তলা ভবনের রান্নাঘরে আগুন লাগে। ওই ভবনটিতে প্রায় ১৬০ জন মানুষ বাস করতেন। যারা একই কোম্পানির কর্মচারী। সেখানে বসবাসকারী কর্মচারীদের বেশিরভাগ ছিলেন ভারতীয়। ওই ভবনে আগুন লাগে।

[ আরও পড়ুন – Russia-US : জি -৭ সম্মেলনে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আমেরিকার ]

কুয়েতের অগ্নিকাণ্ডের ঘটনায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানা, ‘অগ্নিকাণ্ডের কথা শুনে খুব খারাপ লাগছে। জানা গেছে যে ৪০ জনেরও বেশি লোক মারা গিয়েছেন এবং ৫০ জনেরও বেশি লোক হাসপাতালে ভর্তি রয়েছে। আমাদের রাষ্ট্রদূত ওখানে গিয়েছেন। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি। যারা দুঃখজনকভাবে তাদের জীবন হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আমাদের দূতাবাস এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।’

[ আরও পড়ুন – যুদ্ধবিরতির জন্য হামাসের উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা]

কুয়েতের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানানা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘কুয়েতের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জেনে গভীরভাবে মর্মাহত, ইতিমধ্যে ৪০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি দিল্লিতে আমার মুখ্যসচিব এবং রেসিডেন্ট কমিশনারকে নির্দেশ দিয়েছি, কুয়েতে থাকা পশ্চিমবঙ্গবাসীর জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ করার জন্য বিদেশ মন্ত্রকের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখতে।‘