চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: বাংলাদেশে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ নতুন নয়। হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি। একের পর এক খুন, হামলার ঘটনা প্রকাশ্যে আসছে। এমনকি মন্দির ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এবার আরও এক অশান্তির ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে। বাউল গানের অনুষ্ঠানে হামলা। অনুষ্ঠানে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে চেয়ার। অভিযোগ হামলাকারীরা মৌলবাদী। যা আতঙ্ক বাড়িয়ে তুলেছে সংখ্যালঘুদের মধ্যে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল।
ভিডিয়োতে দেখা যায়, একটি মঞ্চের সামনেই চরম বিশৃঙ্খলাময় পরিস্থিতি। ফেজ টুপি পরা একদল ব্যক্তি মঞ্চের দিকে ধেয়ে আসে। তারপর চলে হামলা। মঞ্চের সামনে থাকা চেয়ার তুলে নিয়ে মঞ্চে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে ছুঁড়তে থাকে, চলে ভাঙচুর। বেশ কয়েকজনের হাতে লাঠিও লক্ষ্য করা যায়। এই ঘটনা বাংলাদেশের ময়মনসিংহের বলেই সূত্রের খবর। একটি বাউল গানের আসর বসেছিল। আচমকাই মৌলবাদীরা হামলা চালায় বলে অভিযোগ।
Islamists attacked a Baul music concert citing it’s Haram. ( Baul is a type of folk music). The incident Happened in Mymensingh , #Bangladesh. pic.twitter.com/j0PegEATlO
— Voice of Bangladeshi Hindus 🇧🇩 (@VHindus71) January 9, 2025
এই ভিডিয়ো সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। সরব হয়েছে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তাঁর আশঙ্কা, হিন্দুদের এবার জগতে হবে। এই বিদ্বেষ অন্য দেশেও ছড়াতে পারে। তাই এখনই পরিস্থিতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া জরুরি। রাধারমণ দাসের কথায়, ”খুব দুর্ভাগ্যের ঘটনা। ওনারা গরিব মানুষ গান করে সংসার চালান। হিন্দুদের এবার জাগতে হবে।”