Bengal Jago Desk: আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জেভিয়ার মিলেই। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ১২ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত করেন আর্জেন্টিনার প্রাক্তন অর্থমন্ত্রী সের্গিও মেসাকে। জেভিয়ার মিলেই দেশের ডানপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। দীর্ঘদিন রাজনীতির ময়দানে রয়েছেন ৫৫ বছর বয়সী এই পোড়খাওয়া নেতা। দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট পদে ছিলেন পেরোনিস্ট পার্টির সদস্যরা। দীর্ঘ ৮৩ বছর পর পালাবদল হল। পেরোনিস্ট পার্টির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিলেন ডানপন্থী নেতা জেভিয়ার মিলেই।
পেরোনিস্ট পার্টির আধিপত্যের অবসান ঘটিয়েছেন জেভিয়ার মিলেই। দীর্ঘ বছর পর এই পালা বদলে দেশে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ডানপন্থী রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। শুরু হয়ে গিয়েছে দেশের সর্বত্র মিছিল ও শোভাযাত্রা। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর তার প্রথম প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন দেশের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। পূর্বতন প্রেসিডেন্টের আমলে একাধিক সমস্যা রয়ে গিয়েছে।
দেশবাসীর সেইসব সমস্যা মেটাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। টানা ক্ষমতায় থাকার কারণে পূর্বতন সরকার মানুষের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে। সেইসব চাহিদা পূরণে তিনি ধাপে ধাপে কাজ করবেন। দেশবাসী অনেক প্রত্যাশা করে ক্ষমতার বদল ঘটিয়েছেন। দেশবাসী সেই প্রত্যাশা পূরণে তিনি গুরুত্বপূর্ণ কাজ করে যাবেন। সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনবেন।