ad
ad

Breaking News

ইজরায়েল

ইজরায়েল বিরোধী প্রতিবাদ এবার মার্কিন মুলুকেও

Bangla Jago TV Desk : আবারও শুরু হল আন্দলন। কিন্তু সেটা একেবারে অন্য মাত্রায়। ইজরায়েল বিরোধী আন্দোলনকে একেবারে আলাদা রুপ দিলেন এক মহিলা। যুদ্ধ বিরতি ও পণ বন্দিদের মুক্তি দেওয়ার পর আবার গাজায় হামলা চালাতে শুরু করেছে ইজরায়েল। বিভিন্নভাবে নিজেদের ভাবনা অনুযায়ী আক্রমণ চালাচ্ছে তারা। বোমা হামলা থেকে শুরু করে স্থলপথে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে […]

Bangla Jago TV Desk : আবারও শুরু হল আন্দলন। কিন্তু সেটা একেবারে অন্য মাত্রায়। ইজরায়েল বিরোধী আন্দোলনকে একেবারে আলাদা রুপ দিলেন এক মহিলা। যুদ্ধ বিরতি ও পণ বন্দিদের মুক্তি দেওয়ার পর আবার গাজায় হামলা চালাতে শুরু করেছে ইজরায়েল। বিভিন্নভাবে নিজেদের ভাবনা অনুযায়ী আক্রমণ চালাচ্ছে তারা। বোমা হামলা থেকে শুরু করে স্থলপথে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। এর ফলে নতুন করে হামলায় গাজায় মৃত্যু হয়েছে প্রায় ২০০ জনের মত নিরিহ প্যালেস্তিনিয়দের ।

এদিকে আবার গাজার উপর ইজরায়েলের এই অমানুষিক হামলাকে সমর্থন করেছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের এই চরম অশান্তির জেরে সমগ্র বিশ্ব জুড়ে শুরু হয়েছিল আন্দোলন। অধিকাংশ আন্দোলনকারীরা দাবি করেছেন যে গাজাকে ইজরায়েলের হাত থেকে মুক্ত করতে হবে। এই পরিপ্রেক্ষিতে আমেরিকাতেও চলে আন্দোলন। এবার এক মহিলার প্রতিবাদের দুঃসাহসিক ধরন নজর কাড়ল গোটা বিশ্বের। আমেরিকা আটলান্টা প্রদেশের ইজরায়েলি দূতাবাসের সামনে দাঁড়িয়ে ওই মহিলা প্যালেস্টাইনের পতাকা জড়িয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। মৃত্যু না হলেও প্রতিবাদ দেখাতে গিয়ে গুরুতর ভাবে জখম হন ওই প্রতিবাদী মহিলা।

তড়িঘড়ি মার্কিন নিরাপত্তা রক্ষী তাকে ক্ষত বিক্ষত অবস্থায় নিয়ে যায় নিকটবর্তী গ্র্যাডি মেমোরিয়াল হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন। এখনও তাঁকে বিপদমুক্ত বলে ঘোষণা করেনি চিকিৎসকেরা। এই ঘটনা প্রসঙ্গে মার্কিন পুলিশ প্রধান ড্যারিন শিয়েরবাউম জানিয়েছেন মহিলার অন্য কোন কৌশল ছিল না সে বিষয়ে নিশ্চিত। ইজরায়েল ও হামাস যুদ্ধে চলছে দিকে দিকে বিক্ষোভ। এটাও সেই আন্দোলনেরই অংশ মাত্র।

 

FREE ACCESS