চিত্রঃ প্রতীকী
Bangla Jago Desk: আবারও ভয়ানক ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। সোমবার ভোরে দেশটির উত্তরাঞ্চলে, মাজার-ই-শরিফের কাছাকাছি এলাকায় প্রবল কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে এই কম্পন আঘাত হানে বলে জানা গেছে। বালখ প্রদেশের গভর্নরের মুখপাত্র হাজী জায়েদ জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১৫০ জন আহত হয়েছেন। তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। অনেক ভবন ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে (Afghanistan Earthquake)।
আরও পড়ুনঃ Today Horoscope: সম্পত্তি যোগে ভাগ্য খুলছে কোন রাশির? জানুন আপনার রাশিফল
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফ এবং নিকটবর্তী খল্ম শহরের সংলগ্ন এলাকা। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ২৮ কিলোমিটার। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, এই ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে এবং বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে। আফগানিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (NDMA) জানিয়েছে, গভীর রাতে দেশের উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চলে প্রবল কম্পন অনুভূত হয়। এর প্রভাব শুধু আফগানিস্তানেই সীমাবদ্ধ ছিল না, প্রতিবেশী তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানেও কম্পনের ঢেউ ছড়িয়ে পড়ে (Afghanistan Earthquake)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
উল্লেখযোগ্য যে, গত কয়েক মাসে আফগানিস্তান একাধিকবার ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মাটির নিচের অগভীর উৎপত্তিস্থলই এত তীব্র কম্পনের কারণ। উদ্ধারকারী দল ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে, তবে দুর্যোগের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Afghanistan Earthquake)।