চিত্র - সংগৃহীত
Bangla Jago Desk : ভয়াবহ দাবানল গ্রাস করেছে আমেরিকার লস অ্যাঞ্জেলস প্রদেশকে। যার জেরে আটকে পড়েছেন বহু পর্যটক আর তাদের মধ্যেই একজন রয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নোরা ফাতেহি। মঙ্গলবার থেকেই ধ্বংসলীলা চালাচ্ছে দাবানল। প্রথমের দিকে পাহাড়ি অঞ্চলে এই আগুন দাউ দাউ করে জ্বলছিল। পরের দিকে এই আগুন ক্যালিফোর্নিয়ার একাধিক শহরকে পুড়ে ছারখার করে দিয়েছে। ইতিমধ্যে ৩০০০ একর জমি পুড়ে গিয়েছে এই বিধ্বংসী আগুনে। আগুনের লেলিহান শিখায় মৃত্যু হয়েছে ৫ জনের। পুড়ে যাচ্ছে অসংখ্য হলিউড তারকার রাজপ্রাসাদ। তাই লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে।
[ আরও পরুনঃবাবা হওয়ার পর ছুটিতে কামিন্স, শ্রীলঙ্কা সফরে স্মিথের নেতৃত্বে দল ঘোষণা]
মূলত শুকনো আবহাওয়ার কারণে এ বিধ্বংসী আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে ইতিমধ্যে প্রশাসনের তরফে জরুরী ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক এলাকায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এই ভয়াবহ বিপর্যয়ের জেরে একাধিক সেলিব্রেটি তাদের বাড়ি ছেড়ে পালাচ্ছেন। প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিনস সহ হলিউড সেলিব্রিটিদের কোটি টাকার বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর এবার এই পরিস্থিতির মধ্যে অভিনেত্রী নোরা ফাতেহি লস অ্যাঞ্জেলস আটকে পড়েছেন। সম্প্রতি তিনি গিয়েছিলেন একটি ইভেন্টের উদ্দেশ্যে। ইনস্টাগ্রামে স্টোরিতে তিনি জানিয়েছেন এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে তিনি এবং তার দল নিরাপদে রয়েছে। তিনি আরো জানিয়েছেন আজকেই তিনি অন্যত্র যাবেন। ব্যাগ পত্র গুছিয়ে নিয়ে তিনি ফ্লাইট ধরার জন্য তৈরি হচ্ছেন। তিনি তার সমস্ত খবর তার ফ্যানদেরকে আপডেট দেবেন।
[আরও পরুনঃইছামতি নদীতে উদ্ধার মৃত ডলফিন, চাঞ্চল্য এলাকায়]
অভিনেত্রী শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে তিনি রাস্তায় আছেন আর তখনই তিনি দেখতে পেয়েছেন সেই বিধ্বংসী দাবানল। আগুন কতটা ধ্বংসযজ্ঞ হতে পারে তা তিনি লক্ষ্য করেছেন। পুরো আকাশ ছেয়ে গেছে কালো ধোঁয়ায়। এর আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও দাবানলের ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন এবং সমস্ত সৈনিক দমকল কর্মী ও উদ্ধার কারীদের প্রতি তার কৃতজ্ঞতা জানিয়েছেন।