প্রতীকী চিত্র
Bangla Jago Desk: ভয়ংকর হত্যা লীলা চলল ব্রিটেনে। নেপথ্যে এক নাবালক । সামনে যাকে পেয়েছে সে নাবালক তাকেই ছুড়ি মেরেছে। রক্তে ভেসে যায় মন্দির চত্বর। কেন এমন ঘটনা ঘটালো ওই নাবালক ? এর নেপথ্যে কারণ কী তার উত্তর খুঁজছে পুলিশ। ব্রিটেনের লিভারপুলের কাছে এক নাবালক ছুরি নিয়ে আক্রমণ চালায়। আর তার জেরে বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় মারা গিয়েছে তিন জন শিশু।
[ আরও পড়ুন: Sonu Nigam: হঠাৎ কী কারণে বাড়ি বিক্রি করলেন সোনু নিগাম?]
হামলা নিয়ে ব্রিটেনে তোলপাড় বাড়ছে। মঙ্গলবার, একটি মসজিদে ডিজির হয়েছিলেন কিছু মানুষ আর সেখানেই চলে এই ঘটনা । এই সংঘর্ষে৩৯ জন পুলিশ আহত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনা ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে এক সতেরো বছর বয়সী সন্দেহভাজনকে। নাবালক কেন এই ঘটনা ঘটিয়েছে তার তদন্তে রয়েছে পুলিশ।
নেপথ্যে থেকে শুধুমাত্র কিছু একা রয়েছে নাকি আরো কেউ জড়িত রয়েছে সেই ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তির জন্ম পরিচয় সবকিছু জানার চেষ্টা চালাচ্ছেন ব্রিটেন পুলিশ । কেন এই ঘটনা ঘটলো তাও জানার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় যারা মারা গেছে তাদের পরিচয় সম্বন্ধে পুলিশ জানিয়েছে , যে অ্যালিস ডিসিলভা আগুয়ার (৯ বছর), এলসি ডট স্ট্যানকম্ব (7 বছর) এবং বেবে কিং (6 বছর) এই হামলায় নিহত হয়েছেন। আহত অন্য আট শিশুর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর এবং শিশুদের বাঁচাতে গিয়ে দুই প্রাপ্তবয়স্ককেও ছুড়ি দিয়ে ইঙ্গিত করা হয়েছে । এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বেশ কয়েকজন। তাদের অবস্থা সংকট জনক বলে মনে করা হচ্ছে যেহেতু এলোপাথারি ভাবে ছুরি চালিয়েছিল ওই নাবালক ।