চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: পশ্চিম মায়ানমারে সেনাবাহিনীর হামলায় মৃত অন্তত ৪০ জন। একটি সশস্ত্র জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন একটি গ্রামে মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলায় প্রায় ৪০ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বোমা হামলায় আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে বলে খবর।
জানা যায়, বুধবার পশ্চিম রাখাইন রাজ্যের জাতিগত আরাকান সেনা দ্বারা নিয়ন্ত্রিত এলাকা রামরি দ্বীপের কিয়াউক নি মাও গ্রামে এই হামলার ঘটনা ঘটে। সেনাবাহিনী ওই এলাকায় কোনো হামলার ঘোষণা করেনি। গ্রামের বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট এবং সেলফোন পরিষেবার অ্যাক্সেস বিচ্ছিন্ন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অং সান সু চি’র নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর মায়ানমারে সংঘর্ষ শুরু হয়ে। শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করার জন্য সেনাবাহিনী প্রাণঘাতী শক্তি প্রয়োগ করার পর, সামরিক শাসনের অনেক বিরোধীরা অস্ত্র তুলে নিয়েছে এবং দেশের বড় অংশ এখন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নিহতরা সকলেই সাধারণ নাগরিক ছিলেন বলে জানা গেছে। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তবে, কেন এই হামলা চালানো হল, তা স্পষ্ট নয়।