সংগৃহীত
Bangla Jago Desk: ফের বাতিল মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের প্রত্যাবর্তন । সফর ছিল মাত্র আট দিনের । ১৩ জুন প্রত্যাবর্তনের কথা ছিল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের। সঙ্গে ফেরার কথা ছিল আরও এক মহাকাশচারী ব্যারি উইলমোরেরও। কিন্তু ১৩ জুনের পরে ফের শোনা যায় ২৬ শে জুন ফিরবেন তাঁরা। তবে এবারও প্রত্যাবর্তন করা হলো না দুই মহাকাশচারীর। পরপর দুইবার বাতিল হলো প্রত্যাবর্তন । কার্যত, এখনও মহাকাশে আটকে রয়েছে মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর।
প্রসঙ্গত, চলতি বছরের গত ৫ জুন, এই দুই মহাকাশচারী বোয়িং সংস্থা স্টারলাইনার মহাকাশযানে চেপে গিয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। জানা যায়, রওনা দেওয়ার পর থেকে, বোয়িং ক্যাপসুলে পাঁচটি হিলিয়াম লিক হয়েছে, পাঁচটি ম্যানুভারিং থ্রাস্টার খারাপ হয়ে গিয়েছে এবং একটি ধীর গতির প্রপেলান্ট ভালভ আরও কিছু অনিশ্চিত সমস্যার ইঙ্গিত দিয়েছে। মহাকাশ থেকে ফেরা নিয়ে বাড়ছে ধোঁয়াশা।
নাসার কর্তারা জানিয়েছেন, স্টারলাইনার মহাকাশযানকে ফিরিয়ে নিয়ে আসার আগে, কেন থ্রাস্টারগুলি খারাপ হয়ে গেল, কেন ভালভে সমস্যা দেখা দিল এবং কীভাবে হিলিয়াম গ্যাস লিক করল, তা আরও ভালভাবে বুঝতে হবে।দুই মহাকাশচারী আরও বেশ কয়েকদিন স্পেস স্টেশনে থাকতে পারেন বলে আশঙ্কা। তবে, স্টারলাইনার মহাকাশযানটি খুব বেশিদিন মহাকাশে থাকতে পারবে না। কারণ, হারমনি নামে একটি আইএসএস মডিউলে ডক করা হয়েছে মহাকাশযানটিকে। মহাকশযানটির জ্বালানী ক্ষমতা সীমিত। স্টারলাইনার শুধুমাত্র ৪৫ দিন ওই ডকে থাকতে পারবে। এমনটাই সূত্রের খবর। এর মধ্যেই নিরাপদে প্রত্যাবর্তন করাতে হবে মহাকাশযানটিকে। নয়তো মহাকাশযানটি নিরাপদে আনডক করা নাও যেতে পারে। সেক্ষেত্রে মহাকাশচারীদের অন্য মহাকাশযানের প্রয়োজন হবে। তবে, মহাকাশচারীরা যে আটকে রয়েছেন , তা মানতে নারাজ নাসা। তাদের দাবি, জরুরী পরিস্থিতিতে মহাকাশযানটি যে কোনও সময়ে আনডক করা যেতে পারে এবং উড়তে পারে।৫৪ বছর আগে অ্যাপোলো-১৩ মহাকাশযানে এক বিস্ফোরণের ফলে, চাঁদের কক্ষপথে আটকে পড়েছিলেন তিন মহাকাশচারী। ফের একবার মহাকাশে দুই মহাকাশচারীর আটকে পড়ার ঘটনা কোথাও গিয়ে ৫৪ বছর আগের কথা মনে করিয়ে দিলো অনেককেই।