ad
ad

Breaking News

amazon

চাকরি নেই! অ্যামাজনের দুইটি টেক্সটে মেসেজে হাজারো কর্মীর হঠাৎ ছাঁটাই

মেসেজ দুটি একসঙ্গে পাঠানোর মাধ্যমে বোঝানো হয়, তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই কারণ পদ ও চাকরি ইতিমধ্যেই চলে গিয়েছে।

amazon-layoffs-14000-employees-text-message

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: অফিসে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে প্রস্তুতি নিচ্ছিলেন এক কর্মী। ঠিক সেই মুহূর্তে মোবাইলে আসে একটি টেক্সট মেসেজ। এক মিনিটের মধ্যেই আরও একটি মেসেজ। সূর্যের আলো তখনও বিছানার উপর এসে পড়েনি। মেসেজে জানানো হয়, আজ আর অফিসে যাওয়া প্রয়োজন নেই। আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

অ্যামাজনের এই ছাঁটাই প্রক্রিয়া চলছে এমনভাবে যে কর্মীরা ঘুম থেকে উঠে প্রথমেই জানতে পারছেন, তাদের চাকরি চলে গিয়েছে। ভোর হওয়ার আগেই মোবাইলে আসে নোটিফিকেশন। এমনকি ছুটি কাটিয়ে বেঙ্গালুরু বিমানবন্দর বা স্টেশনে নেমে ফোন খুললেই একই ধরনের বার্তা পৌঁছে যাচ্ছে। 

বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান অ্যামাজন সম্প্রতি বিভিন্ন বিভাগের প্রায় ১৪,০০০ কর্মীকে ছাঁটাই করেছে। বিষয়টি বিভিন্ন স্ক্রিনশটেও ধরা পড়েছে। ছাঁটাই হওয়া কর্মীদের দুটি করে মেসেজ পাঠানো হচ্ছে। প্রথম মেসেজে বলা হচ্ছে, অফিসে বের হওয়ার আগে ব্যক্তিগত বা অফিসের ইমেইল চেক করুন। এরপর একটি হেল্পডেস্ক নম্বরসহ বার্তা আসে, যেখানে বলা হয় যদি ইমেইলে মেসেজ না পান তবে ওই নম্বরে যোগাযোগ করুন।

মেসেজ দুটি একসঙ্গে পাঠানোর মাধ্যমে বোঝানো হয়, তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই কারণ পদ ও চাকরি ইতিমধ্যেই চলে গিয়েছে। এই পদ্ধতি নিয়ে অ্যামাজনের ভেতরে এবং বাইরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কর্পোরেট জগতের পুনর্গঠন ও চাকরি সংক্রান্ত নীতি নিয়ে তুমুল গুঞ্জন ছড়িয়েছে। গুগল, টেসলা এবং অন্যান্য প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠানেও এমন পদ্ধতি নিয়ে কথা বলা হচ্ছে। 

অ্যামাজনের এক অভ্যন্তরীণ বার্তা অনুযায়ী, ছাঁটাই হওয়া কর্মীরা ৯০ দিনের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এছাড়াও অন্য জায়গায় পরিবর্তিত কাজের সুযোগও দেওয়ার কথাও বলা হয়েছে।

অনেক কর্মী ছুটিতে গিয়েছিল এবং ফিরে এসে মোবাইলে দেখে অবাক হয়েছেন যে তাদের চাকরি চলে গিয়েছে। কেউ আবার সম্প্রতি ভালো কাজের জন্য প্রমোশন পেয়েছিল, তার পরেও রাতারাতি চাকরি কেটে নেওয়া হয়েছে। এই ঘটনায় বোঝা যাচ্ছে, বড় প্রযুক্তি কোম্পানিগুলির কাছে কর্মীর কাজের মূল্য অনেকক্ষেত্রে কমে আসছে।