চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: গত মাসেই প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তাঁর আকস্মিক মৃত্যুতে শোক জ্ঞাপন করেছিল গোটা দেশ। এমনকি জুবিনের (Zubeen Garg) শেষযাত্রায় রেকর্ড ভিড়ও হয়েছিল। তবে শিল্পী না থাকলেও তাঁর সৃষ্টি রয়ে যায় আজীবন। ঠিক তেমনি করেই জুবিনের গাওয়া কয়েক হাজার গান তাঁকে বাঁচিয়ে রাখবে সর্বদা। এখনও তাঁর মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই। ইতিমধ্যেই অসম সরকারের তরফে জুবিন গর্গের মৃত্যুতদন্তের জন্য সম্প্রতি ‘সিট’ গঠন করা হয়েছে। গায়কের মৃত্যুর তদন্তে নেমে আগেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা হল গায়কের তুতো ভাই তথা অসম পুলিশের ডিএসপি সন্দীপন গর্গকে।
[আরও পড়ুন: Varun Chakravarthy: ভবিষ্যতে তিন ফরম্যাটেই জাতীয় দলের হয়ে খেলতে চান বরুণ]
সূত্রের খবর, গ্রেফতার করার আগেও বেশ কয়েকবার সন্দীপন গর্গকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর গ্রেফতার করা হয় জুবিনের তুতো ভাইকে। জুবিনের মৃত্যুতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে গায়কের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। গ্রেপ্তার করা হয় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তকে। গ্রেফতার করা হয়েছে টিমের গায়িকা অমৃতপ্রভ মহন্ত। এবার গ্রেফতার গায়কের তুতো ভাই তথা অসম পুলিশের ডিএসপি সন্দীপন গর্গ। এই নিয়ে গায়কের মৃত্যুতে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ (Zubeen Garg)।
[আরও পড়ুন: Starmer Visit: প্রথম ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার! মুম্বইয়ে উষ্ণ অভ্যর্থনা]
উল্লেখ্য, স্কুবা ডাইভিং করতে গিয়েই মৃত্যু হয় গায়কে জুবিন গর্গ-এর। নর্থইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। ১৯ সেপ্টেম্বর শুক্রবারই তাঁর প্রোগ্রাম ছিল। সোশাল মিডিয়ায় এই অনুষ্ঠান নিয়ে একাধিক পোস্টও করেন গায়ক। জানা যায় এর আগে স্কুবা ডাইভিং করতে নেমেছিলেন তিনি। সেখানেই দ্রুত অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর করলে ঢলে পড়েন জুবিন। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। সবমিলিয়ে গায়কের মৃত্যুতে এখনও শোকস্তব্ধ গোটা সঙ্গীত মহল(Zubeen Garg)।