ad
ad

Breaking News

জন্মদিনে স্ত্রী নুসরতকে ভালবাসায় ভরালেন যশ, পোস্ট করলেন আদুরে ভিডিও

তাদের সর্ম্পকের বয়স যত বাড়ছে, একে অপরের প্রতি মুগ্ধতা ততই বাড়ছে।

Yash showered his wife Nusrat with love on her birthday, posted an adorable video

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: টলিউডের হট কাপল যশ দাশগুপ্ত আর নুসরত জাহান। তাদের সর্ম্পকের বয়স যত বাড়ছে, একে অপরের প্রতি মুগ্ধতা ততই বাড়ছে। সেই ঝলক আবার দেখা গেল নুসরতের জন্মদিনে। ভালবাসার মানুষের জন্মদিনে আদুরে ভিডিও শেয়ার করে শুভেচ্ছা জানালেন যশ। অভিনেতার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, সূর্য ডোবার মুহূর্তে একে ওপরে ডুবে রয়েছেন যশ-নুসরত।

কখনো দেখা গেল একে অপরের বাহুডোরে দুজন আবার কখনো নুসরতের কপালে আলতো চুমু এঁকে দিলেন যশ, কখনো আবার আলতো হাতে নুসরতের চুল সরিয়ে দিচ্ছেন যশ। সবমিলিয়ে এই ভিডিওতেই ফুটে উঠল তাদের ভালোবাসা কতটা গভীর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)

 

যশ ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমাদের আরও হাসি, অ্যাডভেঞ্চার আর ছোটখাটো ঝগড়ার জন্য! পরমেশ্বর যেন তোমাকে সেই সমস্ত আনন্দ দেন যা তুমি চাও, কারণ তুমি সেটাই ডিজার্ভ করো। এক বলিষ্ঠ নারী ও সুন্দর হোমমেকারের ভারসাম্য বজায় রাখতে পারো তুমি। এজীবনে তোমায় পেয়ে আমি ধন্য। একসঙ্গে অবিস্মরণীয় স্মৃতির আরেকটা বছরের জন্য চিয়ার্স! জন্মদিনটা খুব ভালো কাটুক।’ যশের এভাবে ভালোবাসার প্রকাশ নুসরতের প্রতি বেশি নজর কেড়েছে সকলের। সূত্রের খবর, ২০২০ সালে বিয়ে করেছেন যশ-নুসরত। তবে অফিসিয়ালি কখনো কিছু জানাননি। তাদের ছেলে ঈশানকে নিয়ে সুখের সংসার এখন। বিয়ে থেকে সন্তান সবকিছু নিয়েই বিতর্কে থেকেছেন যশ-নুসরত। তবে বিতর্ক যতই থাক যশ-নুসরত যে একে অপরের মুগ্ধ তা আবারও স্পষ্ট।