চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: তিনি কিং খান। যেকোনো চরিত্রেই ঝড় তোলেন বক্স অফিসে। নায়কের ভূমিকায় বছরের পর ধরে অভিনয় করে আসছেন শাহরুখ খান। তবে এবার তিনি ফিরছেন পুরোনো অবতারে।
আবারও খলনায়কের ভূমিকায় দেখা যেতে চলেছে বলিউডের বাদশাকে। সূত্রের খবর, দক্ষিণী পরিচালক সুকুমারের আগামী ছবিতে তিনি ‘ভিলেন’ অবতারেই হাজির হবেন শাহরুখ খান। এখানেই চমকের শেষ নয়, আরও জানা যাচ্ছে, সুকুমারের আগামী ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।
[আরও পড়ুন: সাতপাকে বাঁধা পড়ছেন মধুমিতা-দেবমাল্য, কবে বিয়ে করছেন অভিনেত্রী?]
সূত্রের খবর, সুকুমারের আগামী ছবিতে ফুটে উঠবে গ্রামের রাজনৈতিক প্রেক্ষাপট। সেখানেই ‘খলনায়ক’ কিং খান। একেবারে গ্রামের মেঠো চরিত্রেই দেখা মিলবে শাহরুখের। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসার পর উন্মাদনার শেষ নেই অনুরাগীদের।
আল্লু অর্জুন এবং শাহরুখ খানকে এক ফ্রেমে দেখতে মুখিয়ে রয়েছেন সকলে। তবে এখনো এই ছবি নিয়ে অফিশিয়ালি কিছুই জানানো হয়নি। তবে খবর যদি সত্যি হয় তাহলে দুই সুপারস্টার শাহরুখ খান ও আল্লু অর্জুনের এই ছবি যে বক্স অফিসে ঝড় তুলবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।