Bangla Jago Desk: ক্রিকেট হাতে রুক্মিণী মৈত্র, বল করলেন দেব। মাঠে নেমেই চার-ছক্কাও হাঁকালেন রুক্মিণী। পরনে লাল রঙের জমকালো সুন্দর একটা ডিজাইনার শাড়ি , সঙ্গে লাল ফুলহাতা ব্লাউজ, কানে দুল আর খোলা চুলে ক্রিকেট হাতে দেখা গেল রুক্মিণীকে নিজের শেয়ার করা ভিডিওতে। সাথে তিনি আরও জানিয়েছেন, “কিছু বিষয় অনুশীলনের বাইরে থাকলেও তাঁর শাড়ি পরে মাঠে খেলতে নেমে অসুবিধের সম্মুখীন হতে হয়নি তাঁকে।”ব্যস্ততার মধ্যে থেকেই সময় বের করে নিয়ে মাঝেমধ্যে ক্রিকেট খেলেন দেব। তবে এবার দেব রুক্মিণী সম্পূর্ণ অন্যভাবে নিজেদের ধরা দিলেন ভিডিওতে। ক্রিকেট হাতে বড় পর্দার অভিনেত্রী মাঠ কাঁপাচ্ছেন আর সাথে পিছনেই দেখা গেল উইকেট কিপারের ভূমিকায় দেব ,তাঁদের সেই মিষ্টি ভিডিওতেই মেতেছে নেটদুনিয়া ।
View this post on Instagram
তবে টলিউড অভিনেত্রীর মাঠে ব্যাট করার সাহস জোগাতে নেপথ্যে কি দেব রয়েছে? এমনটাই মনে করছে রুক্মিণীর অনুগামীরা। শাড়ি পরে ক্রিকেট হাতে ক্রিজে নেমে পড়ার মুহূর্তকে অভিনেত্রী RPL বলেও রসিকতা করলেন। যার মানে দাঁড়ায় ‘রুক্মিণী প্রিমিয়ার লিগ’। তিনি এটাও জানান , এটা নাকি তাঁর দ্বিতীয় সিজন। আর রুক্মিণীর মাঠে নামার মজার ভিডিওই এখন নেটপাড়ায় ভাইরাল। প্রসঙ্গত, নিজের সেরা কাজের জন্য রাজ্য সরকারের তরফে ‘মহানায়ক’ সম্মান পেয়েছেন টলিউড অভিনেত্রী। রুক্মিণীকে শেষবার অভিনেতা জিৎ-এর সঙ্গে ‘বুমেরাং’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। এর আগে রুক্মিণী মুম্বইতে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সকলের নজর কেড়েছিলেন।তারপর এবার মাঠে নিজের ক্রিকেট খেলার ভিডিও শেয়ার করে অনুরাগীদের প্রশংসা কুড়োতে দেখা গেল রুক্মিণীকে।