ad
ad

Breaking News

ভিকি কৌশল

সেনার উর্দিতে ভিকি কৌশল, প্রকাশ্যে ‘স্যাম বাহাদুর’-এর ট্রেলার

Bangla Jago TV Desk : ভিকি কৌশল, বর্তমানে বলিউডের হার্ট বলা যায় তাঁকে। রাজি, মাশান, সাঞ্জু , উড়ির পর এবার আরেক নতুন রুপে ভক্তদের সামনে আসতে চলেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকি অভিনীত আসন্ন সিনেমা “স্যাম বাহাদুর” এর ট্রেলার। স্যাম বাহাদুর’ ট্রেলারে মুগ্ধ করলেন ভিকি কৌশল। দেশের বীর যোদ্ধার চরিত্রে যেন একাত্ম হয়ে গিয়েছেন অভিনেতা। […]

Bangla Jago TV Desk : ভিকি কৌশল, বর্তমানে বলিউডের হার্ট বলা যায় তাঁকে। রাজি, মাশান, সাঞ্জু , উড়ির পর এবার আরেক নতুন রুপে ভক্তদের সামনে আসতে চলেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকি অভিনীত আসন্ন সিনেমা “স্যাম বাহাদুর” এর ট্রেলার। স্যাম বাহাদুর’ ট্রেলারে মুগ্ধ করলেন ভিকি কৌশল। দেশের বীর যোদ্ধার চরিত্রে যেন একাত্ম হয়ে গিয়েছেন অভিনেতা।

দেশের ডেয়ারডেভিল আর্মি জেনারেলদের একজন স্যাম মানেকশ৷ ১৯৭১-এ পাক সেনার অনুপ্রবেশ আটকানো সম্ভব হয়েছিল তাঁর নেতৃত্বেই। ভারতীয় সেনার অন্দরমহলে কান পাতলে আজও শোনা যায় স্যাম মানেকশর নাম। দেশের প্রতিরক্ষায় অসমসাহসের পরিচয় রেখেছেন অনেকেই। কিন্তু সাহস, বীরত্ব, রসবোধ সব মিলিয়ে স্যাম যেন এক বর্ণময় কিংবদন্তি। এমন চরিত্রকেই ক্যামেরাবন্দি করেছেন পরিচালক মেঘনা গুলজার। তার পরিচালনায় স্যাম মানেকশ হয়েছেন ভিকি কৌশল। তবে ট্রেলারটি কী এখনও দেখেছেন? না দেখে থাকলে বলবো তাড়াতাড়ি দেখে আসুন। আর সেটি দেখলেই আপানি বুঝতে পারবেন এই সিনেমার জন্য ভিকি এই চরিত্রের কারনে বাচনভঙ্গিও আয়ত্ত করেছেন।

মেঘনা গুলজারের পরিচালনায় দর্শকদের জন্য এবার বড় ধামাকা আনছেন ভিকি। এই সিনেমায় স্যাম বাহাদুরের স্ত্রী সিলু মানেকশর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। ফতিমা সানা শেখ হয়েছেন ইন্দিরা গান্ধী। অভিনেতা নীরজ কবিকে দেখা যাবে জওহরলাল নেহেরুর চরিত্রে। এছাড়াও রয়েছেন আরও একাধিক অভিনেতা। বছরের শেষে ১লা ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘স্যাম বাহাদুর’।

FREE ACCESS