চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: ছবির প্রচারে বলিউড তারকাদের কলকাতায় আসা এবং হলুদ ট্যাক্সিতে চড়া মাস্ট বরাবরই। এবার সেই পথেই হাঁটলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। সামনেই আসছে ভিকির ছবি ‘ছাবা’। সম্প্রতি এই ছবির প্রচারেই কলকাতায় এসেছিলেন ভিকি। ছবির প্রচারে আসে কার্যত চষে বেড়ালেন কলকাতা।
শহরে পা রেখেই গুড়ের রসগোল্লা, সন্দেশ যেমন চেখে দেখলেন তেমনই হলুদ ট্যাক্সিতে চেপে প্রচার করলেন ছবির। না এখানেই শেষ নয়, ঝরঝরে বাংলাও বললেন ভিকি। আর সেই বাংলা শুনে চমকে উঠেছেন অনুরাগীরা। বলা যায় এভাবেই শহরবাসীর মন জয় করলেন বলিউড তারকা।
Glimpses from a super fun interaction at ITC Royal Bengal with Vicky Kaushal who was in town yesterday to promote his upcoming film Chhaava!
Thanks ITC Royal Bengal for the fab hospitality@ITCHotels pic.twitter.com/tK2ep0CDWq— t2 (@t2telegraph) February 8, 2025
ভিকি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবির প্রচারেই সেই ভিডিও ভাগ করে নিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, হলুদ ট্যাক্সিতে বসে রয়েছেন ভিকি। ট্যাক্সির ভিতরে চালকের পাশের আসনে বসেই করজোরে নমস্কার জানিয়ে কলকাতার কুশল-মঙ্গল জানতে চাইলেন। সবটাই বললেন ঝরঝরে বাংলায়। ভিকি বলেন, “আমার সিনেমা আসছে ছাবা। তাড়াতাড়ি পরিবার আর বন্ধুদের সঙ্গে গিয়ে ‘ছাবা’ দেখে আসুন। কারণ এবছর ভ্যালেন্টাইনস ডে নয়, ১৪ তারিখ ‘ছাবা’ দিবস।”
View this post on Instagram
এহেন বাংলা বলেই ট্যাক্সি চালককে অভিনেতা জিজ্ঞেস করলেন, “কী ঠিক আছে তো?” তৎক্ষণাৎ সেই চালক ভিকি কৌশলকে বড় সার্টিফিকেট দিলেন। এরপরই ট্যাক্সি ছাড়ার জন্য চালককে বাংলাতেই বললেন, ‘চলো।’ সবমিলিয়ে ভিকির কলকাতায় ‘ছাবা’ ছবির প্রচার ছিল নজরকাড়া। উল্লেখ্য, ‘ছাবা’তে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের স্ত্রী যেশুবাঈয়ের ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা। এছাড়াও এই সিনেমায় মুখ্য অভিনয় করছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্তরা। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে লক্ষ্মণ উতরেকার পরিচালিত পিরিয়ড ড্রামা ‘ছাবা’। আর এই ছবি যে বক্স অফিসে ঝড় তুলবে তা এখন শুধুই সময়ের অপেক্ষা।