ad
ad

Breaking News

অ্যানিম্যাল

‘অ্যানিম্যাল পার্ক’-এ নেই তৃপ্তি, তৃপ্তিকে রিপ্লেস মালবিকার

Bengla Jago Desk: সদ্য মুক্তি প্রাপ্ত রণবীর কাপুরের নতুন ছবি ‘অ্যানিম্যাল’-এর রেকর্ড সাফল্যের পর ছবির যে সিক্যুয়েল আসছে তা মোটামুটি সবাই আগেই জেনে গিয়েছিল। সিক্যুয়েলের নাম ‘অ্যানিম্যাল পার্ক’ হবে তাও ঠিক করে ফেলেছেন ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার। সিক্যুয়েলের গল্প অনুযায়ী এই ছবিতে রণবীর বনাম রণবীর লড়াই দেখা যাবে। একজন নায়ক, অন্যজন খলনায়ক। সূত্র বলছে, […]

Bengla Jago Desk: সদ্য মুক্তি প্রাপ্ত রণবীর কাপুরের নতুন ছবি ‘অ্যানিম্যাল’-এর রেকর্ড সাফল্যের পর ছবির যে সিক্যুয়েল আসছে তা মোটামুটি সবাই আগেই জেনে গিয়েছিল। সিক্যুয়েলের নাম ‘অ্যানিম্যাল পার্ক’ হবে তাও ঠিক করে ফেলেছেন ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার। সিক্যুয়েলের গল্প অনুযায়ী এই ছবিতে রণবীর বনাম রণবীর লড়াই দেখা যাবে। একজন নায়ক, অন্যজন খলনায়ক।

সূত্র বলছে, ছবিতে নায়ক রণবীরের বিপরীতে রাশ্মিকা মন্দানিকেই দেখা যাবে। তবে এই ছবির নতুন চমক হতে চলেছে নতুন নায়িকা মালবিকা মোহন। যাকে নাকি দেখা যাবে খলনায়ক রণবীরের বিপরীতে। অর্থাৎ সেক্ষেত্রে অ্যানিম্যাল-এর চর্চিত নায়িকা তৃপ্তি ডিমরিকে রিপ্লেস করবে মালবিকা। ইতিমধ্যেই তৃপ্তি অ্যানিম্যাল-এর সৌজন্যে বলিউডে মাটি খুঁজে পেয়েছেন। রাতারাতি খ্যাতির শিখরে উঠেছেন তিনি।

এমনকি আইএমডি-র বিচারে জনপ্রিয়তার তালিকায় শীর্ষে রয়েছেন তৃপ্তি। এমনকি তাঁকে এখন ন্যাশনাল ক্রাশ বলা হচ্ছে। খবরের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অ্যানিম্যাল-এর সিক্যুয়েলেও থাকবে প্রচুর চমক। তৃপ্তি থাকছেন, তবে শোনা যাচ্ছে মালবিকার চরিত্রটি নাকি খুব বড় চমক! আপাতত, এর থেকে বেশি কিছু ফাঁস করতে নারাজ টিম অ্যানিম্যাল।