সংগৃহীত
Bangla Jago Desk: আবার খুনের হুমকি বলিউড তারকা সলমন খানকে। এবারে মুম্বই ট্র্যাফিক পুলিশের কাছে একটি ফোন আসে, সেখানেই হুমকি দেওয়া হয়েছে। সেই ফোন হুমকিতে ২কোটি টাকা দাবি করেছে দুষ্কৃতী দল। এর সঙ্গে বলা হয়েছে, যদি ২ কোটি টাকা না দেওয়া হয় তাহলে সলমনকে খুন করা হবে। ইতিমধ্যেই এই হুমকি বার্তার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সলমনকে খুন করার হুমকি দিয়ে ট্র্যাফিক পুলিশের কাছে বার্তা পাঠিয়েছে দুষ্কৃতিরা। তবে কোথা থেকে সেই বার্তা পাঠানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মুম্বইয়ের ওরলিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে একটি মামলা রুজু করা হয়েছে।