ad
ad

Breaking News

Maa Kaali

Maa Kaali: মা কালীর রূপ ধরতেই হুমকি! অবশেষে মুক্তি পাচ্ছে রাইমার ছবি ‘মা কালী’

কয়েক মাস আগেই মুক্তি পায় পরিচালক বিজয় ইয়েলাকান্তি পরিচালিত মা কালী-র পোস্টার। পোস্টার প্রকাশ্যে সতেই শুরু হয় একের পর এক বিতর্ক

Threat to catch the form of mother Kali! Raima's film 'Maa Kali' is finally releasing

সংগৃহীত

Bangla Jago Desk: কয়েক মাস আগেই মুক্তি পায় পরিচালক বিজয় ইয়েলাকান্তি পরিচালিত মা কালী-র পোস্টার। পোস্টার প্রকাশ্যে সতেই শুরু হয় একের পর এক বিতর্ক। ১৯৪৬ সালের ১৬ অগাস্টের অবিভক্ত বাংলার সাম্প্রদায়িক হিংসার প্রেক্ষাপটে তৈরি এই ছবি। এই দিনটি ভারতের ইতিহাসে ক্যালকাটা কিলিংস নামে পরিচিত। স্বাধীনতার প্রাক্কালে ধর্ম নিয়ে সাম্প্রদায়িক হানাহানি হিংসার মাঝে এক বাঙালী পরিবারের কী করুণ দশা হয় তা এই ছবিতে তুলে ধরা হয়েছে।

[ আরও পড়ুন: Toofan: ‘তুফান’ ফিভারে কাবু তিলোত্তমা, কলকাতায় এসে আবেগে ভাসলেন শাকিব খান]

ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই হুমকি পেতে শুরু করেন সুচিত্রা সেনের নাতনি অভিনেত্রী রাইমা সেন। তিনি অভিযোগ জানান তাঁকে তাঁর বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে অশ্রাব্য ভাষায় হুমকিও দেওয়া হয়। তিনি জানান, এই সিনেমা দেখে যদি কারোর খারাপ লাগে তাহলে বুঝে নিতে হবে ছবির গল্পে কোনও ভেজাল নেই, এই ঘটনা বাস্তবেই ঘটেছে। ছবির টিজার রিলিজের পর আরও অকুতোভয় অভিনেত্রী। তিনি জানান, ছবি নিয়ে আগেও বিতর্ক হয়েছে। বাধা তো সব কাজেই আসে, তাই ভয় পেয়ে থেমে থাকলে চলবে না।

এর আগে রাইমা সেনকে  দ্য ভ্যাকসিন ওয়ার নামে একটি হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায়। এরপর আবার পরিচালক বিজয় ইয়েলাকান্তির পরিচালনায় মা কালী ছবিতে তাঁকে দেখা যাবে। ছবিতে রাইমা সেনের পাশাপাশি অভিনয় করেছেন অভিষেক সিং। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনুরাগ হালদার। আগামী আগস্ট মাসে ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’-এর ৭৮ তম বর্ষপূর্তিতে হিন্দি ও বাংলা দুই ভাষায় মুক্তি পাবে ছবিটি।ছবির নির্মাতাদের মতে, “ইতিহাসের অন্ধকারতম অধ্যায়গুলির উপর আলোকপাত করে মা কালী ভবিষ্যতের জন্য আশা জাগাবে।”